শিরোনাম
◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের শোক ভুলে নতুন পরিকল্পনায় ফেদেরার

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুটা একেবারেই ভালো হয়নি টেনিসের সুইস রাজপুত্র রজার ফেদেরারের। অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিলেন গ্রীক বীর স্টিফানো সিটসিপাসের কাছে অনাকাক্সিক্ষতভাবে হেরে। যা তাকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তবে নতুন করে ভাবতে শুরু করেছেন ফিডেক্স। নিশ্চিত করে ফেলেছেন ভবিষ্যৎ। যার জন্য তিনি মুখিয়ে রয়েছে। তার মাথায় এখন রয়েছে পরবর্তী মিশন উইম্বলডন।

আটবার উইম্বলডন শিরোপা জিতেছেন তিনি। এবার তার লক্ষ্য নবমবার সেই ট্রফি হাতে তোলার। আর এই স্বপ্নই তাকে অস্ট্রেলিয়ান ওপেনের হার থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। শুক্রবার জেনেভায় লেভার কাপের তৃতীয় সংস্করণ শুরু হল। আর সেখানেই তিনি তার চলতি বছরের পরবর্তী পরিকল্পনার কথা জানালেন।

নিজের পরবর্তী পরিকল্পনা জানাদে গিয়ে ফিডেক্স বলেন, ‘অবশ্যই উইম্বলডন, এর সঙ্গে দুবাই, ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন। আমি শুরুটা ভাল করতে চেয়েছিলাম। হয়তো সেটা ক্লে সেশন থেকে শুরু হবে এবং উইম্বলডন । কিন্তু আমার মনে, হ্যাঁ উইম্বলডন, ইউএস ওপেন ও লেভার কাপ এবং বছরের শেষে ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল।’

তবে অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ধরে রাখতে না পারা লক্ষ্যে কোনও পরিবর্তন আনতে পারেনি। তার লক্ষ্য একই রয়েছে রাফায়েল নাদাল আর নোভাক জকোভিচকে হারানোর।

তিনি বলেন, ‘আমি আমার ক্যারিয়ার চালাচ্ছি। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি। লক্ষ্য একটা পর্যায়ের খেলা খেলে রাফা আর জকোকে হারানো যত দ্রুত সম্ভব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়