শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের শোক ভুলে নতুন পরিকল্পনায় ফেদেরার

স্পোর্টস ডেস্ক : বছরের শুরুটা একেবারেই ভালো হয়নি টেনিসের সুইস রাজপুত্র রজার ফেদেরারের। অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিলেন গ্রীক বীর স্টিফানো সিটসিপাসের কাছে অনাকাক্সিক্ষতভাবে হেরে। যা তাকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তবে নতুন করে ভাবতে শুরু করেছেন ফিডেক্স। নিশ্চিত করে ফেলেছেন ভবিষ্যৎ। যার জন্য তিনি মুখিয়ে রয়েছে। তার মাথায় এখন রয়েছে পরবর্তী মিশন উইম্বলডন।

আটবার উইম্বলডন শিরোপা জিতেছেন তিনি। এবার তার লক্ষ্য নবমবার সেই ট্রফি হাতে তোলার। আর এই স্বপ্নই তাকে অস্ট্রেলিয়ান ওপেনের হার থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। শুক্রবার জেনেভায় লেভার কাপের তৃতীয় সংস্করণ শুরু হল। আর সেখানেই তিনি তার চলতি বছরের পরবর্তী পরিকল্পনার কথা জানালেন।

নিজের পরবর্তী পরিকল্পনা জানাদে গিয়ে ফিডেক্স বলেন, ‘অবশ্যই উইম্বলডন, এর সঙ্গে দুবাই, ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন। আমি শুরুটা ভাল করতে চেয়েছিলাম। হয়তো সেটা ক্লে সেশন থেকে শুরু হবে এবং উইম্বলডন । কিন্তু আমার মনে, হ্যাঁ উইম্বলডন, ইউএস ওপেন ও লেভার কাপ এবং বছরের শেষে ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল।’

তবে অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ধরে রাখতে না পারা লক্ষ্যে কোনও পরিবর্তন আনতে পারেনি। তার লক্ষ্য একই রয়েছে রাফায়েল নাদাল আর নোভাক জকোভিচকে হারানোর।

তিনি বলেন, ‘আমি আমার ক্যারিয়ার চালাচ্ছি। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি। লক্ষ্য একটা পর্যায়ের খেলা খেলে রাফা আর জকোকে হারানো যত দ্রুত সম্ভব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়