শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে কোচিং করানোর দায়ে দুই শিক্ষককে জরিমানা

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর) : সরকারের নির্দেশকে অমান্য করে কোচিং করানোর দায়ে মাদারীপুরের কালকিনিতে মো. জালালউদ্দিন ও সমতল গাইন নামের দুই শিক্ষককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাদের দুজনকে মাদারীপুর র‌্যাব-৮ কচিং করানোর সয়ম আটক করেন। পরে কালকিনি উপজেলা নির্বহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের কার্যালয়ে বসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই শিক্ষককে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাগেছে, মাদারীপুর র‌্যাব-৮এর কমান্ডার রইসউদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে কোচিং করানোর দায়ে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজী শিক্ষক জালালউদ্দিন ও সৈয়দ আবুল হোসেন একাডেমীর সহকারী ইংরেজী শিক্ষক সমতল গাইনকে আটক করেন। পরে তাদের দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনপ্রতি ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদারীপুর র‌্যাব-৮ এর কমান্ডার রইসউদ্দিন বলেন, ওই দুই শিক্ষক সরকারের নিদের্শকে উপেক্ষা করে কোচিং করাচ্ছিল। তাই তাদের আটক শেষে জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময় কোচিং সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কতিপয় শিক্ষক গোপনে কোচিং চালু রেখেছে। ওই দুই শিক্ষক পরীক্ষার সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছে। তারপরও তারা আইন ভঙ্গ করেছে, তাই তাদের দুজনকেই জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়