স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে অভিষেক টেস্টে ক্যানবেরায় শতক হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ট্রাভিস হেড। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি তিনি উৎসর্গ করেছেন প্রয়াত ব্যাটসম্যান ফিলিপ হিউজকে।
দলীয় ২৮ রানে ৩ উইকেট হারানোর পর জো বার্ন্সের সঙ্গে ৩০৮ রানের জুটি গড়েন হেড। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর দিন বাঁহাতি এই ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন ১৬১ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে, কান্না ভেজা গলায় নিজের সেঞ্চুরিটি হিউজকে উৎসর্গ করার বিষয়টি জানান হেড। তিনি বলেন,
‘সেঞ্চুরিটি কয়েকজনকে উৎসর্গ করছি, বিশেষ করে হিউজকে। সত্যি বলতে মুহূর্তটি আমার জন্য অনেক আবেগের।’
এই টেস্ট ছাড়া দেশের হয়ে এখন পর্যন্ত মাত্র ৭টি টেস্ট খেলেছেন হেড। যেখানে ৪বার ফিফটি হাঁকালেও কোন সেঞ্চুরি ছিল না তাঁর। কিন্তু ক্যারিয়ারের ৮ম টেস্ট খেলতে নেমেই মাইলফলকটি স্পর্শ করলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লীগ শেফিল্ড শিল্ডে খেলার সময় পেসার শিন অ্যাবটের বলে মাথায় আঘাত পান ফিলিপ হিউজ। দেশের হয়ে ২৬টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান ২৭শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাতীয় দলে এক সাথে না খেললেও নিউ সাউথ ওয়েলসে এক সঙ্গে খেলেছেন হেড এবং হিউজ। হেডের সতীর্থ হওয়ার পাশাপাশি হিউজ তাঁকে ক্রিকেট বিষয়ক পরামর্শও দিতেন। তাই অভিষেক টেস্ট সেঞ্চুরিটি হিউজকে উৎসর্গ করলেন অস্ট্রেলিয়ার এই সহ-অধিনায়ক।