শাহাবুদ্দিন আহমেদ : অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমানকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম সেবা) পদকে মনোনীত করা হয়েছে। এসআই হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম- (পিপিএম) পদক পাওয়ার বিষয়টি পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদক প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে এসআই হাবিবুর রহমান বলেন, আমাকে বাংলাদেশ সর্বোচ্চ পদক পিপিএম- সাহসিকতা পদকে মনোনীত করায় আমাকে দেশের জন্য ভাল কাজ করার উৎসাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি হতে পারে না। এর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আগামী ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৪৯জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম সেবা পদক তুলে দেবেন ।
প্রসঙ্গত, গত বছরের ৩ মার্চ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে জনপ্রিয় লেখক ড. অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ওপর ছুরি দিয়ে হামলা চালায় ফয়জুর রহমান হাসান নামের এক বহিরাগত যুবক। এসময় জাফর ইকবালকে বাচাঁতে হাবিববুর রহমান জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসলে প্রাণে বেঁেচ যান বরণ্য এই লেখক ও শিক্ষাবিদ ।