শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেভিয়াকে গোল বন্যায় ভাসিয়ে স্প্যানিশ কাপের সেমিতে বার্সা

স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে ক্যাম্প ন্যু’য়ে কোপা দেল রে’র কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বের ম্যাচটিতে সেভিয়ার বিপক্ষে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জিতে বার্সেলোনা। প্রথম লেগে সেভিয়ার কাছে হেরেছিল মেসিহীন বার্সালোনা। আর তাই ফিরতি লেগে মেসি ফেরার ম্যাচে প্রত্যাশিত জয় পেয়ে যায় ভালভার্দের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে যাওয়া বার্সা লিডও পেয়ে যায় শুরুতেই। ১৩ মিনিটে পেনাল্টি আদায় করে নেন মেসি। সেখান থেকে গোলের যাত্রা শুরু করেন কৌতিনহো।

ম্যাচে সমতায় ফিরতে পারতো সেভিয়া তার পরপরই। ২৭ মিনিটে পেনাল্টি মিস করে বসেন মেসির আর্জেন্টাইন স্বতীর্থ এভার বানেগা। সুযোগ কাজে লাগায় বার্সা। চার মিনিট পর আর্থারের পাস থেকে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইভান রাকিটিচ (২-০)।

প্রথমার্ধে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয়ার্ধেও আক্রমনের ধার বাড়াতে থাকে। প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থেকে ঘরের মাটিতে যে তিন গোল করতেই হবে। এবার দুর্দান্ত হেডে সেভিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন কৌতিনহো। লুইস সুয়ারেজের উড়ন্ত পাস থেকে ড্রাইভিং হেডে বল ঠিকানায় ফেলেন এই ব্রাজিলিয়ান (৩-০)। সঙ্গে নিজেদের জোড়া গোলটিও করেন তিনি। গোলের রেশ কাটতে না কাটতেই এবার সার্জিও রবার্তোর গোল। ডি বক্সের বাইরে লিওনেল মেসির ট্রেডমার্ক দৌড়। ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল ডি বক্সে দৌড়ে থাকা রবার্তের সামনে ঠেলে দেন মেসি। স্পট কিকে বল জাল কাঁপিয়ে এক হালির কোটা পূরণ করেন রবার্ত। অবশ্য ৬৭ মিনিটে সান্ত¡নার ব্যবধান কমিয়ে সেভিয়া। বানেগার পাস থেকে গোল করেছেন আরানা। ম্যাচের শেষ মুহূর্তে সুয়ারেজের গোলে ব্যবধান আরো বাড়ায় বার্সা।

ম্যাচের অতিরিক্ত সময়ে সুয়ারেজ থেকে আলবা, আলবা থেকে মেসির পায়ে বল। অমনি গোলের খাতাও খুলেন লিওনেস মেসি। সঙ্গে সেভিয়ার বিপক্ষে ৩৩টি গোলের মাইলফলকও গড়েন এই আর্জেন্টাইন।

দুই লেগ মিলিয়ে ৬-৩ গোল ব্যবধানে জয় নিয়ে কোপা দেল রে’র সেমি ফাইনালে পা রেখেছে ভালভার্দের শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়