শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেভিয়াকে গোল বন্যায় ভাসিয়ে স্প্যানিশ কাপের সেমিতে বার্সা

স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে ক্যাম্প ন্যু’য়ে কোপা দেল রে’র কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বের ম্যাচটিতে সেভিয়ার বিপক্ষে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জিতে বার্সেলোনা। প্রথম লেগে সেভিয়ার কাছে হেরেছিল মেসিহীন বার্সালোনা। আর তাই ফিরতি লেগে মেসি ফেরার ম্যাচে প্রত্যাশিত জয় পেয়ে যায় ভালভার্দের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে যাওয়া বার্সা লিডও পেয়ে যায় শুরুতেই। ১৩ মিনিটে পেনাল্টি আদায় করে নেন মেসি। সেখান থেকে গোলের যাত্রা শুরু করেন কৌতিনহো।

ম্যাচে সমতায় ফিরতে পারতো সেভিয়া তার পরপরই। ২৭ মিনিটে পেনাল্টি মিস করে বসেন মেসির আর্জেন্টাইন স্বতীর্থ এভার বানেগা। সুযোগ কাজে লাগায় বার্সা। চার মিনিট পর আর্থারের পাস থেকে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইভান রাকিটিচ (২-০)।

প্রথমার্ধে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয়ার্ধেও আক্রমনের ধার বাড়াতে থাকে। প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থেকে ঘরের মাটিতে যে তিন গোল করতেই হবে। এবার দুর্দান্ত হেডে সেভিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন কৌতিনহো। লুইস সুয়ারেজের উড়ন্ত পাস থেকে ড্রাইভিং হেডে বল ঠিকানায় ফেলেন এই ব্রাজিলিয়ান (৩-০)। সঙ্গে নিজেদের জোড়া গোলটিও করেন তিনি। গোলের রেশ কাটতে না কাটতেই এবার সার্জিও রবার্তোর গোল। ডি বক্সের বাইরে লিওনেল মেসির ট্রেডমার্ক দৌড়। ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল ডি বক্সে দৌড়ে থাকা রবার্তের সামনে ঠেলে দেন মেসি। স্পট কিকে বল জাল কাঁপিয়ে এক হালির কোটা পূরণ করেন রবার্ত। অবশ্য ৬৭ মিনিটে সান্ত¡নার ব্যবধান কমিয়ে সেভিয়া। বানেগার পাস থেকে গোল করেছেন আরানা। ম্যাচের শেষ মুহূর্তে সুয়ারেজের গোলে ব্যবধান আরো বাড়ায় বার্সা।

ম্যাচের অতিরিক্ত সময়ে সুয়ারেজ থেকে আলবা, আলবা থেকে মেসির পায়ে বল। অমনি গোলের খাতাও খুলেন লিওনেস মেসি। সঙ্গে সেভিয়ার বিপক্ষে ৩৩টি গোলের মাইলফলকও গড়েন এই আর্জেন্টাইন।

দুই লেগ মিলিয়ে ৬-৩ গোল ব্যবধানে জয় নিয়ে কোপা দেল রে’র সেমি ফাইনালে পা রেখেছে ভালভার্দের শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়