শিরোনাম
◈ আন্তর্জতিক প্রী‌তি ম‌্যা‌চে বাংলাদেশকে ৩-০ গোলে হারলো থাইল্যান্ড ◈ রাজধানীর শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:৪২ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর অভিযানে বান্দরবান থেকে অপহৃত চার কাঠুরিয়া উদ্ধার

ইসমাঈল ইমু : অপহরণের দুদিন পর বান্দরবান থেকে অপহৃত চার কাঠুরিয়াকে উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ ঘটনায় অপহরণকারি চক্রের কেউ ধরা পড়েনি। উদ্ধারকৃতরা হলেন-কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং এলাকার জমির হোসেন (৪০), মো. আনসার আলী (৩৫), বালাঘাটা এলাকার মো. নুরুল আলম (৫০) এবং চন্দনাইশের আহম্মদ কবির (৪৫)। তারা সবাই সুস্থ আছেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত শুক্রবার বিকেলে উপজাতি সন্ত্রাসীরা চার কাঠুরিয়াকে অপহরণ করে। পরে গত সোমবার গভীর রাতে অপহৃত চার কাঠুরিয়াকে উদ্ধার করে সেনা সদস্যরা। উদ্ধারকৃত কাঠুরিয়াদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পানতলা এলাকায় গাছ কাটতে গেলে উপজাতি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা অপহৃতদের স্বজনদের কাছে মুঠোফোনে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেনাবাহিনীর অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা অপহৃতদের নিয়ে গহীন পাহাড়ি জঙ্গলের মধ্যে ঘনঘন স্থান পরিবর্তন করতে থাকে। সেনাবাহিনীর টহলদলও সন্ত্রাসীদের পরিবর্তিত স্থানগুলোতে অভিযান অব্যাহত রাখে ও তাদের উদ্ধার করতে সক্ষম হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি যে কোন সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়