শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:৪২ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর অভিযানে বান্দরবান থেকে অপহৃত চার কাঠুরিয়া উদ্ধার

ইসমাঈল ইমু : অপহরণের দুদিন পর বান্দরবান থেকে অপহৃত চার কাঠুরিয়াকে উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ ঘটনায় অপহরণকারি চক্রের কেউ ধরা পড়েনি। উদ্ধারকৃতরা হলেন-কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং এলাকার জমির হোসেন (৪০), মো. আনসার আলী (৩৫), বালাঘাটা এলাকার মো. নুরুল আলম (৫০) এবং চন্দনাইশের আহম্মদ কবির (৪৫)। তারা সবাই সুস্থ আছেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত শুক্রবার বিকেলে উপজাতি সন্ত্রাসীরা চার কাঠুরিয়াকে অপহরণ করে। পরে গত সোমবার গভীর রাতে অপহৃত চার কাঠুরিয়াকে উদ্ধার করে সেনা সদস্যরা। উদ্ধারকৃত কাঠুরিয়াদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পানতলা এলাকায় গাছ কাটতে গেলে উপজাতি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা অপহৃতদের স্বজনদের কাছে মুঠোফোনে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেনাবাহিনীর অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা অপহৃতদের নিয়ে গহীন পাহাড়ি জঙ্গলের মধ্যে ঘনঘন স্থান পরিবর্তন করতে থাকে। সেনাবাহিনীর টহলদলও সন্ত্রাসীদের পরিবর্তিত স্থানগুলোতে অভিযান অব্যাহত রাখে ও তাদের উদ্ধার করতে সক্ষম হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি যে কোন সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়