শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৫০ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপালে শনির খরা হাথুরুর!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে বেশ উত্তাপ ছড়িয়েই শ্রীলংকান ক্রিকেটের চাকরি নেন চন্ডিকা হাথুরুসিংহে। তাতে অবশ্য সুদিন ফেরেনি দেশটির ক্রিকেটে। উল্টো ধীরে ধীরে তলানির দলেই পরিণত হয়েছে। এর পরেই হাথুরুর পচ্ছন্দের কোচিং স্টাফে একের পর এক পরিবর্তন আনছে এসএলসি। হাথুরুর কপালে বলা যায় শনির খরাই লেগেছে। বাংলাদেশ থেকে যাওয়ার সময় ব্যাটিং কোচ সামারাবিরাকেও নিয়ে যান তিনি। সেই সামারাবিরাকেই ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিল দেশটির ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের কোচ থাকাকালে একের পর এক ক্ষমতা পেয়েছিলেন হাথুরু। ঠিক একইরকম ক্ষমতা নিয়ে শ্রীলংকান ক্রিকেট দলের দায়িত্বে যান তিনি। কিন্তু দলের ক্রমাগত ব্যর্থতায় হাথুরুর পচ্ছন্দকে আর পাত্তা দিচ্ছে না শ্রীলংকান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপকে সামনে রেখে ফিল্ডিং কোচে পরিবর্তন আনে তারা। এবারে সামারাবিরাকে সরিয়ে জন লুইসকে লংকানদের নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে এসএলসি। লুইস এর আগে ইংল্যান্ড কাউন্টি ক্রিকেটে ডারহামের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেয়া নিয়ে বলেন, 'আমার বিশ্বাস, তার দক্ষতা এবং অভিজ্ঞতায় লুইস আমাদের ব্যাটিংয়ে দরকারি উন্নতিটা আনতে পারবেন। আমাদের ব্যাটিংয়ে এখন স্থায়িত্ব দরকার।'

ফিল্ডিং কোচের পর ব্যাটিং কোচেও পরিবর্তন। এখন দেখার বিষয় তাতেও উন্নতি না হলে হাথুুই বা কতদিন চাকরি স্থায়ী করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়