শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় যারাই আসুক, জনকল্যাণে কাজ করতে হবে : রাজেকুজ্জামান রতন

ফাহিম বিজয় : বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের উচিত হবে জনগণের কল্যাণে কাজ করা। তাদের উচিত হবে দুর্নীতিমুক্ত উন্নয়ন করা, কোথাও যেন দুর্নীতি না হয় সে দিকে খেয়াল রাখা। গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা এবং তা যেন সবসময় বজায় থাকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া। বেকার সমস্যা সমাধান করা বা কর্মসংস্থানের ব্যবস্থা করা।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কৃষকের কৃষিপণ্যের ন্যায্য দাম দিতে হবে। শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। ছাত্রদের শিক্ষার অধিকার এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করতে করতে হবে। ছেলে- মেয়েদের শিক্ষার ক্ষেত্রে ¯œাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা, গরিব ও মেধাবীদের ক্ষেত্রে উপবৃত্তি চালু করা। প্রবাসী সমিতির হয়রানি বন্ধ করা জরুরি। সকল নাগরিকের জন্য  সুচিকিৎসার ব্যবস্থা করা। স্বল্প খরচে সকলের জন্য চিকিৎসার ব্যবস্থা করা।

তিনি আরো বলেন, অপরিকল্পিত নগরায়ন এবং সরকারি জায়গা-জমি দখল বন্ধ করা উচিত। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট বন্ধ করতে হবে। সামুুদ্রিক সম্পদ এবং মাটির নিচের সম্পদ লুণ্ঠন বন্ধ করতে হবে। নাগরিক অধিকারের ক্ষেত্রে সারা দেশের জলাবদ্ধতা এবং যানজট নিরসন করা উচিত। বিশেষ করে ঢাকা শহরের জলাবদ্ধতা এবং যানজট নিরসনে কার্যকরি উদ্যোগ গ্রহণ করা উচিত। নাগরিক যানবাহনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নারী নির্যাতন বন্ধ করা উচিত। অনেক সময় দেখা যায় যে, ক্ষমতাসীনদের দ্বারাই নারীরা বেশি নির্যাতনের শিকার হয়। নারীদের ক্ষেত্রে এ সমস্ত নির্যাতন- নিপীড়ন বন্ধ করা উচিত। সংখ্যালঘু এবং আদিবাসীদের উপর নির্যাতন বন্ধ করা উচিত। সকল নাগরিকদের ক্ষেত্রে নাগরিক সুবিধা এবং সুরক্ষা সমানভাবে থাকা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়