শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় যারাই আসুক, জনকল্যাণে কাজ করতে হবে : রাজেকুজ্জামান রতন

ফাহিম বিজয় : বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের উচিত হবে জনগণের কল্যাণে কাজ করা। তাদের উচিত হবে দুর্নীতিমুক্ত উন্নয়ন করা, কোথাও যেন দুর্নীতি না হয় সে দিকে খেয়াল রাখা। গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা এবং তা যেন সবসময় বজায় থাকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া। বেকার সমস্যা সমাধান করা বা কর্মসংস্থানের ব্যবস্থা করা।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কৃষকের কৃষিপণ্যের ন্যায্য দাম দিতে হবে। শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। ছাত্রদের শিক্ষার অধিকার এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করতে করতে হবে। ছেলে- মেয়েদের শিক্ষার ক্ষেত্রে ¯œাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা, গরিব ও মেধাবীদের ক্ষেত্রে উপবৃত্তি চালু করা। প্রবাসী সমিতির হয়রানি বন্ধ করা জরুরি। সকল নাগরিকের জন্য  সুচিকিৎসার ব্যবস্থা করা। স্বল্প খরচে সকলের জন্য চিকিৎসার ব্যবস্থা করা।

তিনি আরো বলেন, অপরিকল্পিত নগরায়ন এবং সরকারি জায়গা-জমি দখল বন্ধ করা উচিত। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট বন্ধ করতে হবে। সামুুদ্রিক সম্পদ এবং মাটির নিচের সম্পদ লুণ্ঠন বন্ধ করতে হবে। নাগরিক অধিকারের ক্ষেত্রে সারা দেশের জলাবদ্ধতা এবং যানজট নিরসন করা উচিত। বিশেষ করে ঢাকা শহরের জলাবদ্ধতা এবং যানজট নিরসনে কার্যকরি উদ্যোগ গ্রহণ করা উচিত। নাগরিক যানবাহনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নারী নির্যাতন বন্ধ করা উচিত। অনেক সময় দেখা যায় যে, ক্ষমতাসীনদের দ্বারাই নারীরা বেশি নির্যাতনের শিকার হয়। নারীদের ক্ষেত্রে এ সমস্ত নির্যাতন- নিপীড়ন বন্ধ করা উচিত। সংখ্যালঘু এবং আদিবাসীদের উপর নির্যাতন বন্ধ করা উচিত। সকল নাগরিকদের ক্ষেত্রে নাগরিক সুবিধা এবং সুরক্ষা সমানভাবে থাকা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়