শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫২ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে বিদায় করে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

এম এ রাশেদ: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের অনেকটাই অলিখিত সেমি ফাইনালটি টান টান উত্তেজনায় ভরপুর ছিল।
বুধবারের ম্যাচে পরিস্থিতিটাই এমন ছিল যে, ‘যেন কেহ কারে নাহি ছাড়ে’।
যদিও পাকিস্তানকে বিদায় করে ম্যাচটি শেষপর্যন্ত ৩৭ রানে জিতে নেয় মাশরাফিরা।
মাশরাফিদের এ জয়ের ফলে এশিয়া কাপের ১৪তম আসরে ফাইনালের টিকিট পেলো মাশরাফিরা। মাশরাফিদের এ জয়ের ফলে আগামীকাল শুক্রবার দুবাইয়ে এবারের আসরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
লাল-সবুজের এ জয়ের ফলে গতকাল এশিয়া কাপে ওয়ানডে ফরমেটে এই প্রথম পাকিস্তানকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ।
২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। এদিন বাংলাদেশের মত পাকিস্তানও ৩ উইকেট হারায় ২০ রান সংগ্রহ করার আগেই। যেখানে মাত্র ১২ রানেই মাশরাফিবাহিনী ৩ উইকেট হারিয়েছে। সেখানে মিরাজ-মুস্তাফিজের বোলিং তোপে পড়ে পাকিস্তান দলীয় ৩ উইকেট হারায় মাত্র ১৮ রানে। তখন মনে হয়েছিল পাকিস্তান ৩০ ওভারের আগেই অলআউট হবে। ঠিক সে সময়ে বাংলাদেশের বোলারদের সামনে পথের কাঁটা হয়ে দাঁড়ায় ওপেনার ইমাম উল হক।
এ ওপেনার এদিন দারুণ ব্যাটিং করে ম্যাচটা অনেকটাই পাকিস্তানের পক্ষে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ম্যাচের ৪০.৫ ওভারে পাকিস্তানের রান যখন ৬ উইকেটে ১৬৭ তখন ইমামকে ব্যক্তিগত ৮৩ রানে রিয়াদের বলে উইকেটরক্ষক লিটন স্ট্যাম্পিং করলে তখন আবার বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরে।
ইমাম আউট হওয়ার পরে পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা আর তেমন একটা সুবিধা করতে পারেনি। শেষপর্যন্ত পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ২০২ রান সংগ্রহ করে।
এদিন মুস্তাফিজ ১০ ওভারে ৪৩ রানে ৪ উইকেট নেন।
এর আগে গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সাকিবকে ছাড়াই টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের শুরুতেই মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়া বাংলাদেশকে মূলত উদ্বার করেন লাল-সবুজের ব্যাটিং কান্ডারী মুশফিকুর রহিম ও বাংলাদেশের তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।
চতুর্থ উইকেট জুটিতে এ দু’জন মিলে গড়েছেন পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রানের জুটি (১৪৪)। যদিও ক্যারিয়ারের ৭ম ওয়ানডে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতেই শাহিন আফ্রিদির বলে পাকিস্তান অধিনায়ক ও উইকেটরক্ষক সরফরাজকে ক্যাচ দিয়ে হতাশাজনকভাবে প্যাভিলিয়নের পথ ধরেন এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ১৪৪ রানের মহাকাব্যিক ব্যাটিংয়ের নায়ক মুশফিক। এদিন অলিখিত সেমিতে ৯৯ রানে আউট হয়ে মুুশফিকুর রহিম গড়েছেন আরেকটি বিরল রেকর্ডও।
ক্রিকেটের যে কোন ফরম্যাটে ৯৯ রানে আউট হওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার তিনি।
এদিন ১১৬ বলে ৯৯ রানের ইনিংসে মুশফিকের ব্যাট থেকে ৯টি চার। শ্রীলংকার বিরুদ্ধে ৪র্থ উইকেট জুটিতেও মুশফিক-মিথুন এ দু’জনে মিলে করেছেন ১৩১ রান। সেদিন মিথুনের ব্যাট থেকে ৬৩ রান এসেছিল। আর গতকাল সেই মিথুনের ব্যাট থেকে এসেছে সময়োপযোগী ৬০ রান। পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে ২৫ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার খেলতে ব্যর্থ হলে ৪৮.৫ ওভারে ২৩৯ রানে অলআউট হয়। যদিও কন্ডিশন বিবেচনায় ২৩৯ রানও অনেক চ্যালেঞ্জিং টোটাল।
পাকিস্তানের হয়ে জুনায়েদ খান সর্বোচ্চ ৪ উইকেট দখল করেন।
ম্যাচ সেরা মুশফিকুর রহিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়