আসিফুজ্জামান পৃথিল : ওপেকভূক্ত এবং ওপেক বহির্ভূত দেশগুলো ২০১৯ সালে একটি নতুন তেল উত্তোলন সীমা চুক্তির পরিকল্পনা করছে। রাশিয়ার তেলমন্ত্রী আলেক্সান্দার নোভাক এই তথ্য জানিয়েছেন। ভিয়েনায় একটি বৈঠকে জুলাই থেকে তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেবার পর একথা জানান নোভাক।
নোভাক বলেন, ‘আমরা এবছরের শেষ নাগাদ একটি চুক্তির কথা ভাবছি। আজকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে আমরা এই চুক্তির নকশা আলোচনা করেছি। এর ফলে চুক্তির আগে সকলে এটি নিয়ে ভাবনা চিন্তা করতে পারবেন।’ এর আগে তেল উৎপাদনকারী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে দিনে ১০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদনের সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য ইরান এবং ভেনিজুয়েলা শুরু থেকেই অতিরিক্ত তেল উৎপাদনের বিরোধীতা করে আসছিলো। তবে বৈঠকে সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেয়া হয়।
এই চুক্তিটির মেয়াদ ২০১৮ সালেই শেষ হয়ে যাবে। নোভাক জানিয়েছেন তাই আগেই একটি বিকল্প পরিকল্পনা করে রাখা হয়েছে। তিনি আরো জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে নির্ধারিত বৈঠকে এই চুক্তিটির খসড়া নিয়ে আলোচআ করা হবে। -সিএনবিসি