আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলাম (২২) নামের এক ব্যক্তি রবিবার সকালে ঢাকা হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। সে উপজেলার ধামাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানাযায়, গত শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির শিয়ালসন মোড়ে একটি মোটরসাইকেল আরিফুলের মোটরসাইকেলকে অতিক্রম করার সময় ধাক্কা দেয়। এতে এক মহিলাসহ ৪জন আহত হয়।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থায় বগুড়ার একটি ক্লিনিকে ও নুরজাহান বেগম (৩৫) নামের এক মহিলাকে রাজশাহী স্থানান্তর করা হয়। আরিফুর ইসলামের অবস্থার অবনতি হলে পরদিন গত রবিবার ভোরে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে সে টাঙ্গাইলের মির্জাপুর নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।