শিরোনাম
◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০ ◈ মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল, দেশীয় উৎপাদনেও বড় ছাড়: প্রেসসচিব

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাগৈতিহাসিক প্রাণীর খোঁজে…

বাঁধন : বিশ্বজুড়ে বহু বছর ধরেই একটি লোককথা প্রচলিত হয়ে এসেছে। সেটি হল, স্কটল্যান্ডের লক নেস লেকে একটি দানবীয় প্রানী বাস করে। এই 'লক নেস মনস্টার' এর রহস্য অবশ্য বহু বছর ধরেই মানুষের মুখে শোনা যায়। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ইতোমধ্যে বহু মানুষই এই প্রাণী দেখেছে বলে দাবি করলেও তারা এখন পর্যন্ত কেউই এই প্রাণীর অস্তিস্ত্ব প্রমাণ করতে পারেনি। অনেকে আবার এই প্রাণীর ছবি তুললেও এখন পর্যন্ত এই প্রাণীর কোন অস্তিস্ত্ব খুঁজে পায়নি বিজ্ঞানীরা।

হাজারও বছর ধরে চলে আসা এই রহস্যের সন্ধানে এবার নেমে পড়েছে নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী। ইউনিভার্সিটি অফ ওটাগো থেকে আসা এই বিজ্ঞানীদের দলকে প্রতিনিধিত্ব করছেন প্রফেসর নেইল গেম্মেল।

এই নতুন গবেষণার বিষয়ে নেইল গেম্মেল জানান, 'আমরা এই লক নেস লেকের ৩০০টিরও বেশি স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করবো। এরপর এই নমুনাগুলোকে আমরা পরীক্ষাগারে নিয়ে গিয়ে এদের মধ্যে সকল ডিএনএ পরীক্ষা করে দেখবো। এতে করে আমরা পানির মধ্যবর্তী সকল প্রাণীর বিষয়ে জানতে পারবো। হয়তো এভাবেই আমরা এই লক নেস মনস্টারকে খুঁজে পেতে পারি।'

তিনি আরও বলেন, 'আমি অবশ্য মনে করি যে এই লেকের মধ্যে কোন এরকম প্রাণী নেই। তবে আমরা এটা প্রমাণ করতে চাই।'

এর আগেও অবশ্য এই প্রাচীন রহস্যময় প্রাণীর খোঁজে নেমেছিল বিজ্ঞানীরা। তবে সকলেই এই প্রাণীটিকে খুঁজে পেতে ব্যর্থ হয়। তবে অনেকেই বিশ্বাস করে, ৬৬ মিলিয়ন বছর পূর্বে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্লেসিওসরাস এখনো এই লেকে বাস করে। সূত্র : স্কাই নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়