শিরোনাম
◈ ১৯৭১-এর বিজয় স্মরণে মোদির পোস্ট, বাংলাদেশের নাম না থাকায় প্রশ্ন ◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ◈ নিরাপত্তার স্বার্থে আজ ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ: জানালো ডিএমটিসিএল ◈ বিজয় দিবসে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির বিনম্র শ্রদ্ধা ◈ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের অর্জন জনগনের কাছে তুলে দরুন বিজয় নিশ্চিত

মনজুর আহমেদ অনিক,নারায়ণগঞ্জঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। দেশের যে উন্নয়ণ হয়েছে তার সাথে জনগণের ভালবাসা পেলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। তাই জনগণের সাথে খারাপ আচরণ করবেন না।

আমাদের অর্জন জনগনের কাছে তুলে দরুন তাদের আওয়ামীলীগের বিজয় নিশ্চিত। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আড়াইহাজারে একশ’ ৪০ কোটি টাকা ব্যায়ে তিনটি সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করে আওয়ামী লীগের এক জনসভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহাজালালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

মন্ত্রী বলেন, বিএনপি একশ’ চল্লিশ টাকার উন্নয়নের কাজও করেনি। মানুষ হত্যা করে, নির্যাতন করে বিএনপি এখন ফাঁদে পড়ে গেছে। তারা জনগণ থেকে এখন বিচ্ছিন্ন। তরেক রহমান দেশে ফিরে আসুক এটা বিএনপিই তা চায়না। কারাগারে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও গৃহপরিচারিকা দিয়ে সুবিধা দিয়েছে সরকার।
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না।

জনগণের ভালবাসা পেলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। এজন্য দলিয় নেতা-কর্মীদের তিনি দিক নির্দেশনা দিয়ে বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না। মানুষের ভালবাসা আদায় করতে হবে। আড়াইহাজার উপজেলার তিনটি রাস্তার ৭২ কিলোমিটার দৈর্ঘর কাজ নির্বাচনের আগেই সম্পন্ন করার কথা জানান মন্ত্রী ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়