সান্দ্রা নন্দিনী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের ফৌজদারি মামলা তদন্তে বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে নিউইয়র্ক ফেডারেল বিচারপতি। আদালত-কর্তৃক নিয়োগকৃত তথাকথিত এই বিশেষজ্ঞ হলেন সাবেক বিচারপতি বারবারা জোনস। জোনস মূলত এফবিআই-কর্তৃক জব্দকৃত কোহেনের নথিপত্রগুলো পর্যালোচনা করবেন।
এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেন, ‘কোহেনের ব্যবসায় সম্পর্কে আমি কিছুই জানি না। তবে তা আমারসাথে সম্পর্কিত নয়। তার অন্যান্য ব্যবসার পাশাপাশি সে আইন ব্যবসায়ও করেন। সে আমার ব্যক্তিগত আইনজীবী তবে আমি তার ব্যবসায়ের সাথে জড়িত নই।’
প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে ইনটাচ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্নো অভিনেত্রী স্টর্মি ডেনিয়েলস বলেন, ২০০৬ সাল থেকে ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের আইনজীবী কোহেন ডেনিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলারও দেন।
পরে স্টর্মি ডেনিয়েলসকে অর্থ দেওয়ার বিষয়টি স্বীকার করলেও এর সঙ্গে ট্রাম্প বা তার প্রচারণা দলের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেন ট্রাম্পের দীর্ঘদিনের আইনজীবী মাইকেল কোহেন।