ডেস্ক রিপোর্ট: রাজধানীর বাড্ডায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে নিহতের ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে বাড্ডার চেয়ারম্যান জাহাঙ্গীর বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, বাড্ডা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। চেয়ারম্যান জাহাঙ্গীর বাদী হয়ে ফারুক আহমেদ ওরফে ভাগ্নে ফারুককে এক নম্বর আসামি করে মহসিনসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এর আগে ২২ এপ্রিল বাড্ডার বেরাইদ এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে দুখু মিয়া (৪০) নামে একজন নিহত হন। এতে উভয়পক্ষের আরও ১০ জন আহত হন।
নিহত দুখু মিয়া বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সৎভাই।