আসিফ নজরুল : আমরা নাকি ‘জাতির বিবেক’! সুফিয়া কামাল হলের নিন্দিত প্রভোস্ট সাবিতা রেজওয়ানা নাকি যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। আগে দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা বড় দল দুটোর উপদেষ্টা হিসেবে কাজ করতেন। আর অধ্যাপিকা সাবিতা আওয়ামী লীগের অনুল্লেখ্য অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যমাত্র। এতেই তার এতো তেজ, এতো অনাচার!
আরো পড়ুন : খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ জামায়াতের
নামতে নামতে কোথায় যে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণির শিক্ষক! ভাংতে ভাংতে কি যে মেরুদন্ডহীন গেছে বাকী অনেক শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় দু’হাজার শিক্ষকের মধ্যে কতজনকে প্রতিবাদ করতে দেখেছেন, কোটাসংস্কার আন্দোলনের উপর পুলিশ, ঢা. বি. প্রশাসন আর ছাত্রলীগের নানামুখী আক্রমনের? অথচ আমরা নাকি ‘জাতির বিবেক’!
আরো পড়ুন : রানা প্লাজার জায়গা অবৈধ দখলদারদের দৌরাত্ম!
পরিচিতি : অধ্যাপক, আইন বিভাগ, ঢাবি/ মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা/ সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ