দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে মারা যাওয়া রাজীবের শোক কাটতে না কাটতেই এবার রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে রোজিনার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পেশায় গৃহপরিচারিকা রোজিনাকে দ্রুত নেয়া হয় পঙ্গু হাসপাতালে। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে তার অস্ত্রপচার।
শুক্রবার (২০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে আটটা।
পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে ওই তরুণী ফুটপাত থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল বাস তাকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের চাকার নিচে পড়ে তার ডান পা পিষ্ট হয়। তার ডান পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে কোনোরকমে ঝুলছিল। এ অবস্থায় কয়েকজন পথচারী রোজিনাকে উদ্ধার করে দ্রুত পঙ্গু হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পর তার ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এছাড়া বাম পায়েও গুরুতর আঘাত পেয়েছেন।
রোজিনা জানান, এক বান্ধবীর সঙ্গে দেখা করতে তিনি মহাখালীর আমতলীতে গিয়েছিল। ফেরার সময় চেয়ারম্যান বাড়ির কাছে দাঁড়িয়েছিল। সেখানে একটি বাস থামলে সেটিতে ওঠার জন্য এগিয়ে যায়। এ সময় বাসটি তাকে ধাক্কা দিয়ে ফেলে পায়ের ওপর দিয়ে চলে যায়।
ঘটনার পরপরই বিআরটিসির ওই বাস এবং তার চালক শফিকুলকে আটক করা হয়েছে। সূত্র: ডিবিসি নিউজ