শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৩:০৫ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে এবার বাসচাপায় তরুণীর এক পা বিচ্ছিন্ন

দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে মারা যাওয়া রাজীবের শোক কাটতে না কাটতেই এবার রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে রোজিনার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পেশায় গৃহপরিচারিকা রোজিনাকে দ্রুত নেয়া হয় পঙ্গু হাসপাতালে। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে তার অস্ত্রপচার।

শুক্রবার (২০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে আটটা।

পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে ওই তরুণী ফুটপাত থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল বাস তাকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের চাকার নিচে পড়ে তার ডান পা পিষ্ট হয়। তার ডান পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে কোনোরকমে ঝুলছিল। এ অবস্থায় কয়েকজন পথচারী রোজিনাকে উদ্ধার করে দ্রুত পঙ্গু হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পর তার ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এছাড়া বাম পায়েও গুরুতর আঘাত পেয়েছেন।

রোজিনা জানান, এক বান্ধবীর সঙ্গে দেখা করতে তিনি মহাখালীর আমতলীতে গিয়েছিল। ফেরার সময় চেয়ারম্যান বাড়ির কাছে দাঁড়িয়েছিল। সেখানে একটি বাস থামলে সেটিতে ওঠার জন্য এগিয়ে যায়। এ সময় বাসটি তাকে ধাক্কা দিয়ে ফেলে পায়ের ওপর দিয়ে চলে যায়।

ঘটনার পরপরই বিআরটিসির ওই বাস এবং তার চালক শফিকুলকে আটক করা হয়েছে। সূত্র: ‍ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়