শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০৫:০৪ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিলম্বে  হলেও সরকারের বোধোদয় হয়েছে : ড. সৈয়দ আনোয়ার হোসেন

খন্দকার আলমগীর হোসাইন : প্রখ্যাত ইতিহাস গবেষক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী। তিনি বলেন, কোটা সংস্কার বা বাতিল বিষয়ে যে আলোচনা হয়েছে, তা যদি আগে হতো তাহলে সাধারণ মানুষগুলোকে এত ভোগান্তি বা জনদুর্ভোগ পোহাতে হতো না। তবু এ সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাবো যে, বিলম্বে  হলেও সরকারের বোধোদয় হয়েছে। তবে সিদ্ধান্ত তাৎক্ষণিক হয়েছে, আরো চিন্তা ভাবনার প্রয়োজন ছিলো বলে আমার কাছে মনে হয়। দৈনিক আমাদের অর্থনীতির সাথে প্রধানমন্ত্রীর বক্তব্যের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবীণ অধ্যাপক বলেন, আন্দোলনের ভয়াবহতা যেভাবে সারাদেশে ছড়িয়ে পড়েছিলো, তার কারণে হয়তো প্রধানমন্ত্রীকে খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। তিনি বলেন, এ কথাও বলা হয়েছে যে, মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি এই বিষয়গুলোকে খতিয়ে দেখবে, এটি একটি শুভ লক্ষণ বলে আমি মনে করি। তবে আরেকটি কথা সংবিধানে যে ধারা আছে, বিশেষ করে ২৮ নাম্বার ধারায় সেখানে কিন্তু বিশেষ সুবিধার কথা বলা আছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে  নারী, ক্ষুদ্র জাতিসত্তা এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে, এটা আশার লক্ষণ। পরিস্থিতির অস্বাভাবিকতায় সিদ্ধান্তটি দ্রুত হয়েছে। ঢালাও সিদ্ধান্তটি সংবিধানের সাথে সাংর্ঘষিক হলো কি-না সেটাও বিবেচনা করে দেখা দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়