রাশিদ রিয়াজ : মাদকের বিরুদ্ধে যে কঠিন অভিযান শুরু করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে এবং এক্ষেত্রে হতাহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটির নাগরিকরা। ‘ওয়াক ফর লাইফ’ নামের এ প্রতিবাদ কর্মসূচিতে দেশটির ক্যাথলিক ধর্মযাজকরা অংশ নেন। ম্যানিলায় এধরনের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে বিচার বহির্ভুত হত্যাকা-ের জন্যে দুতার্তের সমালোচনা করা হয়। এছাড়া তালাক দেওয়ার আইনি সুবিধার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানান। ইওন
২০১৬ সালে প্রেসিডেন্ট দুতার্তে ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে কঠিন অভিযান শুরু করেন। একে অনেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ বলেও অভিহিত করছে। দুতার্তে তার নির্বাচনী ইশতেহারে এধরনের কঠিন অবস্থানের কথা ঘোষণা করেছিলেন। এপর্যন্ত পুলিশের হাতে সহ¯্রাধিক মাদক বিক্রেতা ও ব্যবহারকারী মারা গেছে। আন্তর্জাতিক বিশ্ব ও মানবাধিকার সংগঠনগুলো এ অভিযানের সমালোচনা করলেও প্রেসিডেন্ট দুতার্তে তা অব্যাহত রেখেছেন।