শিরোনাম
◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ প্রতিবেশী দেশের দালালি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ নির্বাচন কমিশন মিথ্যা বলছে: রিজভী ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০২:৫২ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কদমতলীতে পিস্তল ও ছোরাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

নুরুল আমিন হাসান: রাজধানীর কদমতলী থেকে পিস্তল ও ছোরাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পূর্ব বিভাগ।

শনিবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হলেও রোববার এসব তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা।

গেৃফতারকৃতরা হলেন, ইসমাঈল হোসেন ওরফে ইউসুফ (৫০), সোহেল ওরফে ইসমাঈল (৩৫) ও ইউসুফ সাধু (৩০)। তাদের তিনজনকেই কদমতলী থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কস্থ রায়েরবাগের খানকা শরীফ রোড থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ঢাকা মহানগরের কদমতলী থানা এলাকা হতে অবৈধ অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগ। গ্রেফতারকালে তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য ১টি পিস্তল, ১টি চাপাতি ও ১ টি ছোরা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলাসহ অন্যান্য স্থানে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে তারা লোকজনের সাথে থাকা টাকা মোবাইল ও অন্যান্য দামি জিনিসপত্র ছিনতাই করে থাকে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কদমতলী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়