এম এ রাশেদ তালুকদার: বাংলাদেশের ইতিহাসের দ্রুততম বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেটের মাইলফলকটা দলের দারুণ প্রয়োজনের সময়ই নিলেন মুস্তাফিজুর রহমান।
আজ মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার স্কোর যখন ৩৫.৩ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান তখন উপুল থারাঙ্গাকে সরাসরি ক্লিন বোল্ড করেই এ মাইলফলকে পৌঁছান মুস্তাফিজ।
২০১৫ সালে বিস্ময় বোলার হিসেবে আবির্ভাব ঘটেছিল মুস্তাফিজের। ওয়ানডেতে ৫০ উইকেট নিতে মুস্তাফিজের সময় লেগেছিল ২৭টি ম্যাচ। ১৯ ম্যাচে ৫০ উইকেট নিয়ে দ্রুততম এই পঞ্চাশের তালিকায় সবার আগে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস।
ফিজ অবশ্য বিশ্ব ক্রিকেটে এই রেকর্ডের তালিকায় পেছনে ফেলেছেন সাকলাইন মুশতাক, শোয়েব আখতার, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা, ইরফান পাঠান, সুনিল নারিনদের মতো বোলারদের। আর বাংলাদেশের পক্ষে রেকর্ডটা তিনি নিজের করে নিলেন স্পিনার আব্দুর রাজ্জাককে হটিয়ে। যদিও মুস্তাফিজের এ রেকর্ড করতে অনেক সময় লেগেছিল রাজ্জাককে। ৩২ ম্যাচ খেলেই রাজ্জাক ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।