শিরোনাম
◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ বছর ধরে নষ্ট চক্ষু হাসপাতালের ফ্যাকো-লেজার মেশিন

হামিম আহসান: ক্রয়ের পর থেকেই অকেজো চাপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ফ্যাকো ও লেজার মেশিন। এর ফলে চার বছর ধরে চিকিৎসা সেবা বঞ্চিত জেলার অধিবাসীরা। নষ্ট মেশিন কেনায় যুক্ত থাকার অভিযোগে অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির তত্ত্বাবধানে পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল। ২০১৪ সালে হাসপাতালটির জন্য এক কোটি ৬৮ লাখ টাকার যন্ত্রপাতি কেনে সমাজ সেবা অধিদপ্তর।

এর মধ্যে ছিল ৫০ লাখ টাকা মূল্যের ফ্যাকো ও লেজার মেশিন। কিন্তু কেনার পর থেকেই এগুলো অকেজো।

নষ্ট মেশিন কেনায় যোগসাজশ আছে এমন অভিযোগে অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সমিতি।

কিন্তু তিনি অভিযোগ অস্বীকার করে এ জন্য দায়ী করেন সমাজ সেবা অধিদপ্তরের তৎকালীন উপ পরিচালককে।

সমাজসেবা অধিদপ্তরের তৎকালীন উপ-পরিচালকও অভিযোগ অস্বীকার করেন।

তিনি জানান, যন্ত্রগুলো ভালোমত পরীক্ষা-নিরীক্ষা করেই বুঝে নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে মেশিন দুটি মেরামতের জন্য গত জুলাই মাসে ঢাকায় পাঠানো হয়েছে।

সূত্র: ইনডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়