শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৭:১৫ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ বছর ধরে নষ্ট চক্ষু হাসপাতালের ফ্যাকো-লেজার মেশিন

হামিম আহসান: ক্রয়ের পর থেকেই অকেজো চাপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ফ্যাকো ও লেজার মেশিন। এর ফলে চার বছর ধরে চিকিৎসা সেবা বঞ্চিত জেলার অধিবাসীরা। নষ্ট মেশিন কেনায় যুক্ত থাকার অভিযোগে অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির তত্ত্বাবধানে পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল। ২০১৪ সালে হাসপাতালটির জন্য এক কোটি ৬৮ লাখ টাকার যন্ত্রপাতি কেনে সমাজ সেবা অধিদপ্তর।

এর মধ্যে ছিল ৫০ লাখ টাকা মূল্যের ফ্যাকো ও লেজার মেশিন। কিন্তু কেনার পর থেকেই এগুলো অকেজো।

নষ্ট মেশিন কেনায় যোগসাজশ আছে এমন অভিযোগে অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সমিতি।

কিন্তু তিনি অভিযোগ অস্বীকার করে এ জন্য দায়ী করেন সমাজ সেবা অধিদপ্তরের তৎকালীন উপ পরিচালককে।

সমাজসেবা অধিদপ্তরের তৎকালীন উপ-পরিচালকও অভিযোগ অস্বীকার করেন।

তিনি জানান, যন্ত্রগুলো ভালোমত পরীক্ষা-নিরীক্ষা করেই বুঝে নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে মেশিন দুটি মেরামতের জন্য গত জুলাই মাসে ঢাকায় পাঠানো হয়েছে।

সূত্র: ইনডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়