শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে হোটেল কক্ষ থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরের একটি আবাসিক হোটেল থেকে তরুণ ও তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে নগরের সেবাহানীঘাট এলাকার হোটেল মেহেরপুর থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

হোটেলের রেজিস্ট্রি খাতায় নিহত তরুণীর নাম রুমি পাল (২২) এবং তার বাড়ি সিলেটের জৈন্তাপুর লেখা রয়েছে। তরুণের নাম লেখা রয়েছে মিন্টু দেব (৩০), তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উল্লেখ করা হয়েছে।

সিলেট কোতোয়ালী থানার ওসি মো. গৌছুল হোসেন বলেন, কিছু আলামত থেকে পুলিশ নিশ্চিত হয়েছে তরুণীকে হত্যা করে তরুণ আত্মহত্যা করেছে। তরুণীর গলায় শ্বাসরুদ্ধ করার দাগ পাওয়া গেছে। লাশ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য রাতের পালায় থাকা হোটেলের ব্যবস্থাপক আবদুল ওয়াদুদকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

হোটেল সূত্র জানায়, রোববার দুপুর ১২টার দিকে দু'জন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষ বরাদ্দ নেন। তারা দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষে উঠেন। বিকেল তিনটার পর তারা একসঙ্গে বের হয়ে সন্ধ্যার আগে আবার হোটেলে ঢোকেন।

রাতে খাবারের বিষয়টি জানাতে গিয়ে হোটেলকর্মী তাদের কক্ষের ভেতর কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল ব্যবস্থাপককে জানান। পরে দরোজা ভেঙে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

রাত ১১টার দিকে হোটেলে রুমি পালের এক আত্মীয় এসে রুমি পালকে শনাক্ত করেছেন। মিন্টু দেবের পরিবারের কাউকে এখনও পাওয়া যায়নি। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়