ডেস্ক রিপোর্ট : অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) পদে লড়ছে বাংলাদেশ। এ উপলক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাগো নিউজ’র তথ্যমতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (কনস্যুলার) কামরুল আহসান বাংলাদেশের হয়ে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার ভারতের নয়াদিল্লিতে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এসব তথ্য জানিয়েছে।
আগামী মে মাসে ঢাকায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাগতিক দেশ হিসেবে সংস্থাটির সহকারী মহাসচিব পদে জয়লাভে সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা চাইবে বাংলাদেশ।