শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার আবারো সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

আরএইচ রফিক,বগুড়া: বগুড়ায় আবারো তুচ্ছ ঘটনায় সাহেনূর ইসলাম(৩৫)নামের এক যুবক খুন হয়েছে । মর্মান্তিক হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে মঙ্গলবার গভীর রাতে শহরের সাবগ্রাম এলাকায়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৩ সন্ত্রাসী যুবককে গ্রেফতার করেছে।

নিহত সাহেনূর ইসলাম সাবগ্রাম কুরশাপাড়া এলাকার মৃত আলহাজ এলাহী মন্ডলের ছেলে ।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে এলাকার অতিভদ্র ছেলে হিসাবে পরিচিত সাহেনূর ইসলাম তার নিজস্ব রিক্সা গ্যারেজের সামনে বসে মোবাইলে ব্রাউজিং করছিল । এসময় সামনের রাস্তা দিয়ে পায়ে হেটে যাবার সময় ৪যুবক তাকে বলে কিরে এত্ততো রাতে ওখানে বসে কি করছিস ? কথার উত্তরে সাহেনুর তাদের বলে তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা । এ কথায় ক্ষুব্ধ হয়ে ওঠে ওই ৪ যুবক । তারা এসময় তাকে গিরে ধরে এবং তার তল পেটে ছুরিকাঘাত করে । এসময় সাহেনুরের অন্তিম চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে খুনিরা পালিয়ে যায়।

পরে মুমূর্ষু অবস্থায় সাহেনুরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পরই পুলিশ আশেপাশের এলাকায় অভিযান শুরু করে। রাত ভর অভিযানের এক পর্যায়ে তারা ৩ খুনিকে আটক করতে সক্ষম হয় । এসময় তাদের এক সঙ্গী পালিয়ে যায় ।

উল্লেখ্য, এমনি এক ঘটনায় সম্প্রতি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় চাকুরী প্রত্যাশী নওগাঁর এক যুবক বখাটেদের ছুরিকাঘাতে নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়