শিরোনাম
◈ ১৩ নভেম্বর কী হতে যাচ্ছে? ককটেল বিস্ফোরণ, আগুন, আর স্বনিরাপত্তায় ব্যস্ত নগরবাসী ◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার আবারো সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

আরএইচ রফিক,বগুড়া: বগুড়ায় আবারো তুচ্ছ ঘটনায় সাহেনূর ইসলাম(৩৫)নামের এক যুবক খুন হয়েছে । মর্মান্তিক হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে মঙ্গলবার গভীর রাতে শহরের সাবগ্রাম এলাকায়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৩ সন্ত্রাসী যুবককে গ্রেফতার করেছে।

নিহত সাহেনূর ইসলাম সাবগ্রাম কুরশাপাড়া এলাকার মৃত আলহাজ এলাহী মন্ডলের ছেলে ।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে এলাকার অতিভদ্র ছেলে হিসাবে পরিচিত সাহেনূর ইসলাম তার নিজস্ব রিক্সা গ্যারেজের সামনে বসে মোবাইলে ব্রাউজিং করছিল । এসময় সামনের রাস্তা দিয়ে পায়ে হেটে যাবার সময় ৪যুবক তাকে বলে কিরে এত্ততো রাতে ওখানে বসে কি করছিস ? কথার উত্তরে সাহেনুর তাদের বলে তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা । এ কথায় ক্ষুব্ধ হয়ে ওঠে ওই ৪ যুবক । তারা এসময় তাকে গিরে ধরে এবং তার তল পেটে ছুরিকাঘাত করে । এসময় সাহেনুরের অন্তিম চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে খুনিরা পালিয়ে যায়।

পরে মুমূর্ষু অবস্থায় সাহেনুরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পরই পুলিশ আশেপাশের এলাকায় অভিযান শুরু করে। রাত ভর অভিযানের এক পর্যায়ে তারা ৩ খুনিকে আটক করতে সক্ষম হয় । এসময় তাদের এক সঙ্গী পালিয়ে যায় ।

উল্লেখ্য, এমনি এক ঘটনায় সম্প্রতি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় চাকুরী প্রত্যাশী নওগাঁর এক যুবক বখাটেদের ছুরিকাঘাতে নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়