শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার আবারো সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

আরএইচ রফিক,বগুড়া: বগুড়ায় আবারো তুচ্ছ ঘটনায় সাহেনূর ইসলাম(৩৫)নামের এক যুবক খুন হয়েছে । মর্মান্তিক হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে মঙ্গলবার গভীর রাতে শহরের সাবগ্রাম এলাকায়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৩ সন্ত্রাসী যুবককে গ্রেফতার করেছে।

নিহত সাহেনূর ইসলাম সাবগ্রাম কুরশাপাড়া এলাকার মৃত আলহাজ এলাহী মন্ডলের ছেলে ।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে এলাকার অতিভদ্র ছেলে হিসাবে পরিচিত সাহেনূর ইসলাম তার নিজস্ব রিক্সা গ্যারেজের সামনে বসে মোবাইলে ব্রাউজিং করছিল । এসময় সামনের রাস্তা দিয়ে পায়ে হেটে যাবার সময় ৪যুবক তাকে বলে কিরে এত্ততো রাতে ওখানে বসে কি করছিস ? কথার উত্তরে সাহেনুর তাদের বলে তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা । এ কথায় ক্ষুব্ধ হয়ে ওঠে ওই ৪ যুবক । তারা এসময় তাকে গিরে ধরে এবং তার তল পেটে ছুরিকাঘাত করে । এসময় সাহেনুরের অন্তিম চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে খুনিরা পালিয়ে যায়।

পরে মুমূর্ষু অবস্থায় সাহেনুরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পরই পুলিশ আশেপাশের এলাকায় অভিযান শুরু করে। রাত ভর অভিযানের এক পর্যায়ে তারা ৩ খুনিকে আটক করতে সক্ষম হয় । এসময় তাদের এক সঙ্গী পালিয়ে যায় ।

উল্লেখ্য, এমনি এক ঘটনায় সম্প্রতি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় চাকুরী প্রত্যাশী নওগাঁর এক যুবক বখাটেদের ছুরিকাঘাতে নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়