শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াশিংটন থেকে দূতাবাস সরিয়ে ফেলুন: মুসলিম বিশ্বকে নাবি বেরি

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে সব মুসলিম দেশের দূতাবাস সরিয়ে আনতে হবে। মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে এ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার তেহরানে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র আন্তঃসংসদীয় সম্মেলনে তিনি আরও বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে সব মুসলিম দেশকেই শক্ত অবস্থান নিতে হবে। যেসব মুসলিম দেশে ইসরাইলের দূতাবাস রয়েছে সেসব দেশের সরকারের উচিত ইসরাইলি দূতাবাস বন্ধ করে দেয়া। এছাড়া অসলো চুক্তিসহ ইসরাইলের সঙ্গে এ পর্যন্ত যত চুক্তি হয়েছে সেগুলো বাতিল করে দিতে হবে।

লেবাননের সংসদ স্পিকার আরও বলেন, দখলদার ইসরাইল গোটা ফিলিস্তিনকে একটি বিশাল জেলখানায় পরিণত করেছে। সম্মিলিতভাবে এই দখলদার শক্তিকে মোকাবিলা করতে হবে।

তেহরান সম্মেলনে আলজেরিয়ার সংসদ স্পিকার আলসাঈদ বুহজেহ বলেছেন, আমেরিকা সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে করে চলেছে। মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে সরিয়ে আনার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তিনি। আলসাঈদ আবুজেহ বলেন, ফিলিস্তিনিদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। - পার্সটুডে|

  • সর্বশেষ
  • জনপ্রিয়