শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াশিংটন থেকে দূতাবাস সরিয়ে ফেলুন: মুসলিম বিশ্বকে নাবি বেরি

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে সব মুসলিম দেশের দূতাবাস সরিয়ে আনতে হবে। মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে এ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার তেহরানে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র আন্তঃসংসদীয় সম্মেলনে তিনি আরও বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে সব মুসলিম দেশকেই শক্ত অবস্থান নিতে হবে। যেসব মুসলিম দেশে ইসরাইলের দূতাবাস রয়েছে সেসব দেশের সরকারের উচিত ইসরাইলি দূতাবাস বন্ধ করে দেয়া। এছাড়া অসলো চুক্তিসহ ইসরাইলের সঙ্গে এ পর্যন্ত যত চুক্তি হয়েছে সেগুলো বাতিল করে দিতে হবে।

লেবাননের সংসদ স্পিকার আরও বলেন, দখলদার ইসরাইল গোটা ফিলিস্তিনকে একটি বিশাল জেলখানায় পরিণত করেছে। সম্মিলিতভাবে এই দখলদার শক্তিকে মোকাবিলা করতে হবে।

তেহরান সম্মেলনে আলজেরিয়ার সংসদ স্পিকার আলসাঈদ বুহজেহ বলেছেন, আমেরিকা সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে করে চলেছে। মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে সরিয়ে আনার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তিনি। আলসাঈদ আবুজেহ বলেন, ফিলিস্তিনিদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। - পার্সটুডে|

  • সর্বশেষ
  • জনপ্রিয়