শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াশিংটন থেকে দূতাবাস সরিয়ে ফেলুন: মুসলিম বিশ্বকে নাবি বেরি

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে সব মুসলিম দেশের দূতাবাস সরিয়ে আনতে হবে। মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে এ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার তেহরানে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র আন্তঃসংসদীয় সম্মেলনে তিনি আরও বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে সব মুসলিম দেশকেই শক্ত অবস্থান নিতে হবে। যেসব মুসলিম দেশে ইসরাইলের দূতাবাস রয়েছে সেসব দেশের সরকারের উচিত ইসরাইলি দূতাবাস বন্ধ করে দেয়া। এছাড়া অসলো চুক্তিসহ ইসরাইলের সঙ্গে এ পর্যন্ত যত চুক্তি হয়েছে সেগুলো বাতিল করে দিতে হবে।

লেবাননের সংসদ স্পিকার আরও বলেন, দখলদার ইসরাইল গোটা ফিলিস্তিনকে একটি বিশাল জেলখানায় পরিণত করেছে। সম্মিলিতভাবে এই দখলদার শক্তিকে মোকাবিলা করতে হবে।

তেহরান সম্মেলনে আলজেরিয়ার সংসদ স্পিকার আলসাঈদ বুহজেহ বলেছেন, আমেরিকা সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে করে চলেছে। মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে সরিয়ে আনার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তিনি। আলসাঈদ আবুজেহ বলেন, ফিলিস্তিনিদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। - পার্সটুডে|

  • সর্বশেষ
  • জনপ্রিয়