আজহারুল হক, ময়মনসিংহ: গফরগাঁও রেলস্টেশনে টিকিট সংগ্রহ করে সোমবার সকালে বেআইনিভাবে দিগুন দামে বিক্রির দায়ে সুমন মিয়া (৩২) নামে এক টিকিট কালোবাজারিকে এক মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমানের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও আরো ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ১৫ দিন কারাদন্ডের নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত। এ সময় ওই কালোবাজারির কাছে টিকিট বিক্রির ১১ হাজার ২৪৩ টাকা ও আন্তঃনগর হাওর ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৫টি টিকিট পাওয়া গেছে। হরদম ট্রেনের টিকিট কালোবাজারি হচ্ছে এই খবরে সোমবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় এক কালোবাজারিকে ধরতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমান বলেন, কালোবাজারি দমন করতে অভিযান শুরু হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।