শিরোনাম
◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া? ◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৩২ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ট্রান্সফরমার কারখানায় ডাকাতি

মতিউর রহমান (ভান্ডারী), সাভার : সাভারে একটি ট্রান্সফরমার মেরামত ও তৈরী কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার রাতে সাভারের আমিনবাজার সালেহপুর এলাকার ইউনাইটেড জেনারেল ইলেকট্রনিক্স কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেধে রেখে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

কারখানার ম্যানেজার রোকনুজ্জামান বলেন, শনিবার ভোররাতে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত কারখানার নিরাপত্তা কর্মীদেরকে জিম্মি করে ভিতরে প্রবেশ করে।এসময় ডাকাতরা কারখানার ৯ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেধে সবাইকে স্টোর রুমে আটকে রাখে।

তাদেরকে মারধর করে সাথে থাকা নগদ এক লক্ষ ৮০ হাজার টাকা, মোবাইলফোনসহ কারখানার ট্রান্সফারমার তৈরির জন্য মজুদকৃত প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।এরপর সকালে কারখানায় নিরাপত্তা কর্মীদের কাজের জন্য আসা গৃহকর্মী সবাইকে হাত-পা বাঁধা অবস্থা থেকে মুক্ত করে। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

খবর পেয়ে সাভার মডেল থানা ও আমিনবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতি হওয়া মালামাল কিংবা ডাকাতির কাজে জড়িত কাউকে আটক করতে পারেনি।

কারখানার পরিচালক এমদাদুল হক জানান, বর্তমানে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আমরা আতঙ্কে আছি। এজন্য থানা পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারের আহ্বান জানান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়