শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৩২ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ট্রান্সফরমার কারখানায় ডাকাতি

মতিউর রহমান (ভান্ডারী), সাভার : সাভারে একটি ট্রান্সফরমার মেরামত ও তৈরী কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার রাতে সাভারের আমিনবাজার সালেহপুর এলাকার ইউনাইটেড জেনারেল ইলেকট্রনিক্স কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেধে রেখে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

কারখানার ম্যানেজার রোকনুজ্জামান বলেন, শনিবার ভোররাতে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত কারখানার নিরাপত্তা কর্মীদেরকে জিম্মি করে ভিতরে প্রবেশ করে।এসময় ডাকাতরা কারখানার ৯ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেধে সবাইকে স্টোর রুমে আটকে রাখে।

তাদেরকে মারধর করে সাথে থাকা নগদ এক লক্ষ ৮০ হাজার টাকা, মোবাইলফোনসহ কারখানার ট্রান্সফারমার তৈরির জন্য মজুদকৃত প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।এরপর সকালে কারখানায় নিরাপত্তা কর্মীদের কাজের জন্য আসা গৃহকর্মী সবাইকে হাত-পা বাঁধা অবস্থা থেকে মুক্ত করে। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

খবর পেয়ে সাভার মডেল থানা ও আমিনবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতি হওয়া মালামাল কিংবা ডাকাতির কাজে জড়িত কাউকে আটক করতে পারেনি।

কারখানার পরিচালক এমদাদুল হক জানান, বর্তমানে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আমরা আতঙ্কে আছি। এজন্য থানা পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারের আহ্বান জানান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়