শিরোনাম
◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক? ◈ ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৩২ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ট্রান্সফরমার কারখানায় ডাকাতি

মতিউর রহমান (ভান্ডারী), সাভার : সাভারে একটি ট্রান্সফরমার মেরামত ও তৈরী কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার রাতে সাভারের আমিনবাজার সালেহপুর এলাকার ইউনাইটেড জেনারেল ইলেকট্রনিক্স কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেধে রেখে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

কারখানার ম্যানেজার রোকনুজ্জামান বলেন, শনিবার ভোররাতে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত কারখানার নিরাপত্তা কর্মীদেরকে জিম্মি করে ভিতরে প্রবেশ করে।এসময় ডাকাতরা কারখানার ৯ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেধে সবাইকে স্টোর রুমে আটকে রাখে।

তাদেরকে মারধর করে সাথে থাকা নগদ এক লক্ষ ৮০ হাজার টাকা, মোবাইলফোনসহ কারখানার ট্রান্সফারমার তৈরির জন্য মজুদকৃত প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।এরপর সকালে কারখানায় নিরাপত্তা কর্মীদের কাজের জন্য আসা গৃহকর্মী সবাইকে হাত-পা বাঁধা অবস্থা থেকে মুক্ত করে। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

খবর পেয়ে সাভার মডেল থানা ও আমিনবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতি হওয়া মালামাল কিংবা ডাকাতির কাজে জড়িত কাউকে আটক করতে পারেনি।

কারখানার পরিচালক এমদাদুল হক জানান, বর্তমানে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আমরা আতঙ্কে আছি। এজন্য থানা পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারের আহ্বান জানান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়