মো সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পরই ফখরুল ইসলামের প্রথম সমাবেশে গণজোয়ার দেখা গেছে। ওই সমাবেশ থেকে তিনি চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন।
সমাবেশের বাহিরেও ফখরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেন, এই আসনে কোনো চাঁদাবাজ এবং চাঁদাবাজের গডফাদারকে প্রশ্রয় দেয়া হবে না। জনগণ শান্তি চায়, আর আমি সেই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
শুক্রবার বিকেলে ফখরুল ইসলাম তাঁর নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে এই মন্তব্য করেন।
ফখরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ ও কবিরহাটের সাধারণ মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের হাতে জিম্মি হয়ে আছে। উন্নয়ন ও নিরাপত্তা এখানে এক প্রকার বিলাসিতায় পরিণত হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকার শান্তি, শিক্ষা ও ব্যবসায়িক নিরাপত্তা ফিরিয়ে আনার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।
ফখরুল ইসলাম বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, গডফাদার বা দখলদারদের জন্য নয়। বিএনপি জনগণের দল, তাই জনগণের প্রতিটি কণ্ঠই আমার শক্তি। এই নির্বাচনে আমরা ভয় নয়, পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছি।
তিনি আরও আহ্বান জানান, তরুণ ভোটারদের যেন ভয়ভীতি, টাকার প্রলোভন বা ক্ষমতার দাপটে বিভ্রান্ত না করা হয়। আমরা চাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হোক, যে ভোট মানুষ দিতে চায়, সেই ভোট যেন নিরাপদে দিতে পারে।
স্থানীয়রা মনে করছেন, ফখরুল ইসলামের এই বক্তব্য নির্বাচনী এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাঁর বক্তব্য ইতিবাচক সাড়া ফেলেছে।