শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির মনোনয়ন পেয়েই চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে ফখরুলের হুংকার

মো সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পরই ফখরুল ইসলামের প্রথম সমাবেশে গণজোয়ার দেখা গেছে। ওই সমাবেশ থেকে তিনি চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন।

সমাবেশের বাহিরেও ফখরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেন, এই আসনে কোনো চাঁদাবাজ এবং চাঁদাবাজের গডফাদারকে প্রশ্রয় দেয়া হবে না। জনগণ শান্তি চায়, আর আমি সেই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

শুক্রবার বিকেলে ফখরুল ইসলাম তাঁর নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে এই মন্তব্য করেন। 

ফখরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ ও কবিরহাটের সাধারণ মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের হাতে জিম্মি হয়ে আছে। উন্নয়ন ও নিরাপত্তা এখানে এক প্রকার বিলাসিতায় পরিণত হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকার শান্তি, শিক্ষা ও ব্যবসায়িক নিরাপত্তা ফিরিয়ে আনার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।

ফখরুল ইসলাম বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, গডফাদার বা দখলদারদের জন্য নয়। বিএনপি জনগণের দল, তাই জনগণের প্রতিটি কণ্ঠই আমার শক্তি। এই নির্বাচনে আমরা ভয় নয়, পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছি।

তিনি আরও আহ্বান জানান, তরুণ ভোটারদের যেন ভয়ভীতি, টাকার প্রলোভন বা ক্ষমতার দাপটে বিভ্রান্ত না করা হয়। আমরা চাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হোক, যে ভোট মানুষ দিতে চায়, সেই ভোট যেন নিরাপদে দিতে পারে।

স্থানীয়রা মনে করছেন, ফখরুল ইসলামের এই বক্তব্য নির্বাচনী এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাঁর বক্তব্য ইতিবাচক সাড়া ফেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়