যুক্তরাষ্ট্রের মাংস প্রক্রিয়াজাত (মিটপ্যাকিং) কম্পানিগুলো গরুর মাংসের দাম বাড়াতে কারসাজি করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম রেকর্ড ছাড়িয়েছে।
অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক এক্স পোস্টে বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে। কৃষি সচিব ব্রুক রোলিন্স এবং সহকারী অ্যাটর্নি জেনারেল গেইল স্লেটার এটি পরিচালনা করছেন।
স্লেটার বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট বিভাগের নেতৃত্ব দেন। যে বিভাগ পণ্যের মূল্য নির্ধারণ এবং প্রতিযোগিতার বিষয়ে তদন্ত করে।
যুক্তরাষ্ট্রে চারটি বড় কম্পানি (টাইসন ফুডস, কারগিল, জেবিএস ইউএসএ এবং ন্যাশনাল বিফ প্যাকিং কম্পানি) দেশটির ৮৫ শতাংশ গরুর মাংস প্রক্রিয়াজাত করে, যা খুচরা বিক্রেতাদের কাছে স্টেক, রোস্ট এবং অন্যান্য মাংসজাত পণ্য হিসেবে বিক্রি হয়। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি জাস্টিস বিভাগকে নির্দেশ দিয়েছি মাংস প্রক্রিয়াজাত কম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করতে, যারা অবৈধভাবে মূল্য নির্ধারণ ও বাজার কারসাজির মাধ্যমে গরুর মাংসের দাম বাড়াচ্ছে।
তদন্তে এখনো কোনো নির্দিষ্ট কম্পানির নাম প্রকাশ করা হয়নি। মার্কিন জনগণ জীবনযাত্রার ব্যয়ের চাপে ভুগছে। গত অক্টোবরের এক জরিপে দেখা যায়, ৪০ শতাংশ উত্তরদাতা বলেছেন, জীবনযাত্রার ব্যয়ই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যু। জাস্টিস বিভাগ ডিম উৎপাদক কম্পানিগুলোর বিরুদ্ধেও মূল্য কারসাজির অভিযোগে পৃথক তদন্ত শুরু করেছে।
বহু বছরের খরায় গবাদি পশুর খাদ্য ও চারণভূমির সংকটে যুক্তরাষ্ট্রে গরুর পালের সংখ্যা ৭৫ বছরের মধ্যে সবচেয়ে কমে নেমে এসেছে, যার ফলে গরুর মাংসের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। সেপ্টেম্বর মাসে গ্রাউন্ড চাক বিফের দাম প্রতি পাউন্ডে ৬.৩৩ ডলারে দাঁড়ায়, যা আগের বছরের তুলনায় ১৩.৫ শতাংশ বেশি।
সূত্র : রয়টার্স