শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:৪৪ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দেখা হতে পারে ফেদেরার-নাদালের!

মো. মোস্তাফিজুর রহমান: আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের বাছাই তালিকা ঘোষণা করা হল। সে তালিকা অনুয়ায়ী কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালও নয়, একেবারে ফাইনালেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে রাফায়েল নাদাল এবং রজার ফেদেরারের।

বর্তমানে টেনিস র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন রাফায়েল নাদাল। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেই দেখা হয়েছিল এ দুই জীবন্ত কিংবদন্তির। সেবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রজার ফেদেরার। ম্যারাথন ফাইনালে নাদালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

এ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফের আরও একবার ফাইনালে দেখা যেতে পারে এ তারকাদ্বয়ের লড়াই। বাছাই অনুয়ায়ী ফাইনালে রজারের প্রতিদ্বন্দ্বী হতে পারেন রাফায়েল নাদাল৷ কারণ, শীর্ষ বাছাই হিসেবেই বছরের প্রথম গ্র্যান্ড শুরু করতে যাচ্ছেন স্প্যানিশ তারকা নাদাল এবং সুইস তারকা রজার ফেদেরার। টুর্নামেন্টে স্প্যানিশ তারকার প্রথম প্রতিপ ভিক্টর বার্গোস। ফেদেরারের প্রথম প্রতিপ ৫১ নম্বর বাছাই আলজাজ বেদেন।

প্রকাশিত এ বাছাই তালিকা অনুয়ায়ী কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালকে লড়তে হতে পারে ৬ষ্ঠ বাছাই মারিন চিলিচের বিরুদ্ধে। দিমিত্রভ লড়তে পারেন জ্যাক সকের বিরুদ্ধে। কোয়ার্টারে নোখাব জকোভিচের মুখোমুখি হতে পারেন ডমিনিক থিয়েম। আর সুইস কিংবদন্তি রজার ফেদেরারের সাাৎ হতে পারে ৭ম বাছাই ডেভিড গফিনের সঙ্গে বা ১২তম বাছাই হুয়ান দেলপোত্রোর।

কনুইয়ের আঘাতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা জকোভিচ পড়ে গেলেন বাছাইয়ে ১৪ নম্বরে। এ কারণে তাকে শুরু করতে হবে কঠিন লড়াইয়ের মধ্য দিয়েই। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়