শিরোনাম
◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ১২:২৬ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিমিয়ার লিগে আইকন ১২ জন, নিষিদ্ধ সাব্বির

আক্তারুজ্জামান: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এবার বাড়ছে আইকন ক্রিকেটারের সংখ্যা। ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ১২টি প্রতিযোগী ক্লাবের জন্য মোট ১২জন আইকন ক্রিকেটার রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তবে ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকায় এই টুর্নামন্টে খেলতে পারবেন না সাব্বির রহমান।

সিসিডিএমের খসড়া তালিকা অনুযায়ী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ডিপিএলের আসরের জন্য আইকন ক্রিকেটাররা হচ্ছেন যথাক্রমে- মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন কুমার দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন।

অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে আইকন ক্রিকেটারদের তালিকায় একাধিক তরুণ মুখ থাকলেও, অভিজ্ঞদের সমান পারিশ্রমিক পাবেন না তরুণরা। পারিশ্রমিকে কিছুটা বৈষম্য রেখে তবেই চূড়ান্ত করা হয়েছে খসড়া তালিকাটি। যেখানে বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ পাঁচ মুখ- মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহদের পারিশ্রমিক হিসেবে নির্ধারণ করা হয়েছে ৩৫ লাখ টাকা। আর তরুণ ক্রিকেটারদের জন্য পারিশ্রমিক ধরা হয়েছে ২৫ লাখ টাকা।

উল্লেখ্য যে, এক মৌসুম পর আবারও প্লেয়ার বাই চয়েজে ফিরেছে ডিপিএল। যার ফলে আগামী ২০ জানুয়ারি রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির প্লেয়ার ড্রাফট পর্ব। আরো বলা হয়েছে, ড্রাফট পর্বের আগে দল থেকে গত আসরের ৫ জন করে ক্রিকেটারকে ধরে রাখার তালিকা সিসিডিএমকে ১৪ তারিখের মধ্যে জমা দিতে হবে ক্লাবগুলোকে।

সিসিডিএমের সিদ্ধান্ত অনুযায়ী লিগ শুরুর আগেই ক্লাবগুলো খেলোয়াড়দের পারিশ্রমিকের পঞ্চাশ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে। এরপর লিগ চলাকালীন সময়ে ২৫ শতাংশ ও লিগ শেষে বাকি ২৫ শতাংশ টাকা পরিশোধ করতে হবে। বিডিক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়