মাজহারুল শিপলু, মির্জাপুর: [২] টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিকের বই বোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
[৩] বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় উপজেলার পুষ্টকামুরী এলাকায় আলহাজ¦ শফি উদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই নিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
[৪] উপজেলা শিক্ষা অফিসার শরীফ উদ্দিন বলেন, আগামী বছরের জন্য সারা মির্জাপুরে প্রাথমিকের ১ লাখ ৪৮ হাজার ৭৬৭টি বইয়ের চাহিদা রয়েছে। এরমধ্যে বুধবার সকালে একটি ট্রাকে প্রায় ৭০ হাজার বই নিয়ে ট্রাকটি পুকুরে পড়ে যায়। ট্রাক উল্টে কতগুলো বই নষ্ট হতে পারে এটা ধারণা করা যাচ্ছে না।
[৫] এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রেকারের মাধ্যমে বই ভর্তি ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/একে