শাহজাদা ইমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : মুরাদনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে সাদ্দাম হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে অটোরিকশার ব্যাটারি চুরি হয়। এছাড়াও ঘরের সিঁধ কেটে চুরির চেষ্টা করা হয়। এসময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে সাদ্দাম হোসেনকে আটক করে। এসময় স্থানীয় বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা ও সেলিম তাকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে স্থানীয়রা জড়ো হয়ে চোর সন্দেহে আটক সাদ্দামকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। নিহতের বাবা থানায় এসেছেন হত্যা মামলার প্রস্তুতি চলছে।