শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক: এখন আর না‌মের ভা‌রে কা‌টে না, খেল‌তে হ‌বে মা‌ঠে, লিও‌নেল মে‌সি‌কে নি‌য়ে লড়াই‌য়ে নে‌মে‌ছি‌লো ইন্টার মায়া‌মি, মে‌সি এক‌টি গোলও ক‌রে‌ছেন, তা‌তে কী, পরাজয় তো ঠেকাতে পা‌রে‌নি কেউই, মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়া‌মি।

রোববার (১১ মে) ভোরে অ্যালিয়াঞ্জ ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই ওলুয়াসেয়ি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ৩২ মিনিটে হ্লঙ্গুয়ানের গোলে এগিয়ে যায় মিনেসোটা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি মারকানিখের হেডে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাঁ দিক থেকে জর্দি আলবার পাস পেয়ে মেসি প্লেসিং শটে গোল করে ব্যবধান কমান। এটি চলতি লিগে তার পঞ্চম গোল এবং সব মিলিয়ে মায়ামির হয়ে ৪৩তম গোল। তবে এরপর মারসেলো ভেইগান্দথ আত্মঘাতী গোল করলে ফের পিছিয়ে পড়ে মায়ামি। ৭০ মিনিটে রবিন লডের দুর্দান্ত শটে ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করে মিনেসোটা।

বল দখলের লড়াইয়ে মায়ামি এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণে মিনেসোটা ছিল বেশ ধারালো। ৮টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রেখে ৪টি গোল করে তারা, যেখানে মায়ামি ১০ শটে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এই হারের পর ইস্টার্ন কনফারেন্সে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মায়ামি। সমান পয়েন্টে শীর্ষে আছে কলম্বাস ক্রু। অন্যদিকে, ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিনেসোটা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়