শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল তিন ভেন‌্যু‌তে কর‌তে সরকারের অনুমতির অপেক্ষায় ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক: এক সপ্তার জন‌্য স্থ‌গিত হয় আই‌পিএল  ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বের কার‌ণে। আইপিএলের বাকি এখনও ১৬টি ম্যাচ। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আবারও শুরু হলে কমে যেতে পারে ভেন্যু সংখ্যা। এরই মধ্যে তিনটি ভেন্যু শর্টলিস্ট করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এর মধ্যে রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদ। যদি মে মাসে টুর্নামেন্ট পুনরায় শুরু হয় তাহলে এই তিন ভেন্যুতেই খেলতে হবে দলগুলোকে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে ভারতীয় সরকারের কাছ থেকে টুর্নামেন্ট পুনরায় শুরু করার অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে বিসিসিআই।

গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার কারণে গত শুক্রবার আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আয়োজকরা। এক সপ্তাহ বলা হলেও আইপিএলের ভাগ্য নির্ভর করছে ভারত-পাকিস্তান লড়াইয়ের পরিস্থিতির ওপর। পরিস্থিতি শান্ত হয়ে এলেই কেবল শুরু হতে পারে আইপিএল।

বিসিসিআইয়ের বিভিন্ন সূত্র জানিয়েছে আইপিএল পিছিয়ে শুরু হতে পারে এ বছরের শেষে। মে মাসে আইপিএল শুরু করার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হল বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা। আইপিএল স্থগিতের পরই বিদেশি ক্রিকেটাররা ভারত ছাড়তে শুরু করেছেন।

শনিবারের মধ্যে সব বিদেশি ক্রিকেটার ভারত ছেড়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলো এখনও আশাবাদী যে, মে মাসের শেষ দিকে টুর্নামেন্ট পুনরায় শুরু হবে এবং বিদেশি ক্রিকেটাররা ফিরে আসবেন। ২৫ মের পর যদি আইপিএলে উইন্ডো বাড়ানো হয় তাহলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।

কারণ এরই মধ্যে শুরু হয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। পাশাপাশি ১১ জুন লর্ডসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবেন দুই দেশের শীর্ষস্থানীয় তারকারা। এরই মধ্যে আইপিএলের ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ৫৮তম ম্যাচটি ১০.১ ওভার পর বাতিল করা হয়।

এই ম্যাচটি পুনরায় খেলা হবে কিনা সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি আইপিএলের আয়োজকরা। এদিকে প্লে অফের আগে ১২টি লিগ ম্যাচ বাকি রয়েছে। মূলত, হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর আয়োজন করার কথা ছিল। অন্যদিকে কলকাতা দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল আয়োজন করার কথা ছিল। সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে এবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়