শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ১২:৫৩ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে হত্যা মামলার আসামী সহ ৪ জন গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালীতে পু‌লি‌শের পৃথক অভিযান পরিচালনা করে হত‌্যা মামলার এক আসামী ও নাশকতা মামলার তিন আসামীসহ ৪জন কে গ্রেফতার করেছে পুলিশ।শ‌নিবার বিকা‌লে আসা‌মি গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করেন থানার অপারেশন অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

বাঁশখালী থানা পু‌লিশ উপজেলার চাম্বল, বাহারছড়া ও গন্ডামারা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামী মো. সাগর (৩২), মো. জামাল (৫০) এবং হত‌্যা মামলার আসামী মো. শফিকুর রহমান সাফায়েত (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আসামীদের ম‌ধ্যে মো. সাগর উপজেলার চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের পুত্র, মো. জামাল বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সালেহ আহমদের পুত্র, মো. শফিকুর রহমান গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাকের আহমদের পুত্র।

অপর‌দি‌কে  অপর অভিযানে সাধনপুর এলাকা থেকে নাশকতা মামলার আসামী মো. মুজিবুল আলম (৪১) কে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ টিম। গ্রেফতার মুজিবুল আলম সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুয়ারী পাড়া মৌলভী বাড়ির মো. মুফিজুল আলমের পুত্র।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘ বাঁশখালীতে পৃথক অভিযানে নাশকতা মামলার তিন আসামী ও হত‌্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার  আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। অপরাধ নির্মু‌লে পু‌লি‌শের এ অ‌ভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়