কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযান পরিচালনা করে হত্যা মামলার এক আসামী ও নাশকতা মামলার তিন আসামীসহ ৪জন কে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার বিকালে আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করেন থানার অপারেশন অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।
বাঁশখালী থানা পুলিশ উপজেলার চাম্বল, বাহারছড়া ও গন্ডামারা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামী মো. সাগর (৩২), মো. জামাল (৫০) এবং হত্যা মামলার আসামী মো. শফিকুর রহমান সাফায়েত (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আসামীদের মধ্যে মো. সাগর উপজেলার চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের পুত্র, মো. জামাল বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত সালেহ আহমদের পুত্র, মো. শফিকুর রহমান গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাকের আহমদের পুত্র।
অপরদিকে অপর অভিযানে সাধনপুর এলাকা থেকে নাশকতা মামলার আসামী মো. মুজিবুল আলম (৪১) কে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ টিম। গ্রেফতার মুজিবুল আলম সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুয়ারী পাড়া মৌলভী বাড়ির মো. মুফিজুল আলমের পুত্র।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘ বাঁশখালীতে পৃথক অভিযানে নাশকতা মামলার তিন আসামী ও হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। অপরাধ নির্মুলে পুলিশের এ অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান।