শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ১১:৫৪ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই রোববার ( ১১‌মে ) রা‌তে। এই ম্যাচ জিতলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বা‌র্সেলোনার। অন্যদিকে কার্লো আনচেলত্তির শিষ্যরা জিতলে তাদের আশা বেশ ভালোভাবেই টিকে থাকবে। কিন্তু চলতি মৌসুমে দু’দলের মুখোমুখি লড়াইয়ের হিসেবে একদমই স্বস্তিতে নেই রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে তিন ম্যাচের সবকটিতেই হেরেছে তারা।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে মৌসুমের চতুর্থ এল ক্লাসিকোটি বার্সেলোনার ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

এই ম্যাচ জিতলে রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে যাবে বার্সেলোনা। পরের ম্যাচ জিতলে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের করে নেবে তারা, কারণ নিজেদের শেষ দুই ম্যাচে রিয়াল জিতলেও বার্সার পয়েন্টকে টপকাতে পারবে না।
অন্যদিকে রিয়াল এই ম্যাচে জিতলে দু’দলের পয়েন্টের ব্যবধান কমে হবে ১। এক্ষেত্রে শিরোপা দৌড়ে টিকে থাকলেও তাদের আশায় থাকতে হবে বার্সেলোনা যেন কোনো এক ম্যাচে পয়েন্ট হারায়। এছাড়াও নিজেদের শেষ তিন ম্যাচে পুরো ৯ পয়েন্টই পেতে হবে এমবাপ্পে-ভিনিসুসদের। তবেই ৩৮ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে শিরোপা ধরে রাখতে পারবে রিয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়