শিরোনাম

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:১৬ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজারীবাগে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

প্রতিকী ছবি

মোস্তাফিজুর রহমান: রাজধানীর হাজারীবাগে বালুবাহি ট্রাকের ধাক্কায় মো: আবু হোসেন (৬০) নামে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে ঢামেকে মারা যান তিনি।

নিহতের ছেলে মোঃ স্বপন হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত (৩ ফেব্রুয়ারী) পোনে একটার দিকে গ্যারেজে সিএনজি রেখে বাসায় যাওয়ার উদ্দেশ্যে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। সে সময়ে হাজারীবাগ আল আরাফা ব্যাংকের সামনে একটি দ্রুতগতির বালুবাহী ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন  বাবা।

খবর পেয়ে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় মারা যান তিনি।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে হাজারীবাগ থানা পুলিশ  মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেন।

মৃত আবুল হোসেন হাজারীবাগ ১১৫ নং গজ মহল ঢাকার স্থায়ী বাসিন্দা মৃত মোঃ রহমতুল্লাহর ছেলে। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়