রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে মৃদু কম্পনে শহরের বিভিন্ন এলাকায় ৩–৫ সেকেন্ড ঝাঁকুনি টের পাওয়া যায়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৭।
গত ৩৬ ঘণ্টার কম সময়ে এ নিয়ে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো।
জানা গেছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল রাজধানী থেকে ৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইলে।
এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ।
তারও আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে ৫.৭ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। শক্তিশালী ওই কম্পনে ঢাকাসহ দেশের বড় অংশই কেঁপে ওঠে।
শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ভবনের অংশ খসে পড়া ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন।