নিউজ ডেস্ক: বিজ্ঞান চর্চা আর গণিতের সমস্যা সমাধান করে দেশ বিদেশে সুনাম অর্জন করেছে রাজধানীর মনিপুর স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থী।
এই বয়সেই হার্ভার্ড, এডিনবার্গসহ পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ৫০টিরও বেশি গণিত, ক্যালকুলাস, ফিজিক্স, কেমিস্ট্রি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স করেছে। অর্জন করেছে গুগল-আইটি অলিমপিয়াড চ্যাম্পিয়ন পদক ও ভারতের জ্যোতির্বিদ্যার সর্বোচ্চ আসর আইওএসএ এর স্বর্ণপদক।