শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০১:৫২ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত বিয়ে করা নারীর ফাঁদে এক বিচারক, বিয়ের ৭ দিনের মাথায় ধর্ষণ মামলা!

সরকারি চাকরিজীবীদের টার্গেট করে একের পর এক বিয়ে এবং দ্রুতই যৌতুক ও ধর্ষণ মামলা দায়েরের এক অভিনব প্রতারণার ঘটনা সামনে এসেছে। এই প্রতারণার শিকার হয়েছেন খোদ একজন বিচারক।

চ্যানেল 24-এর প্রতিবেদনে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মদিনা মনসুর (Medina Monsur) নামে এক নারীর খোঁজ মিলেছে, যার বিরুদ্ধে মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

প্রতারণার কৌশল ও শিকার:

টার্গেট: মদিনা মনসুর পরপর সাতটি বিয়ে করেছেন এবং তার শিকার সবাই সরকারি চাকুরিজীবী।

প্যাটার্ন: বিচারকের আইনজীবী জানান, মদিনা অপেক্ষাকৃত কম বয়সী এবং সরকারি চাকরিজীবীদের লক্ষ্য করেন। কারণ, তারা চাকরি বাঁচানোর জন্য ধর্ষণ মামলা উঠানোর খাতিরে ২০ থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত আপোষ করতে বাধ্য হন।

ভুক্তভোগী বিচারক: মদিনা মনসুর সবশেষ যাকে বিয়ে করেছেন, তিনি নিজেও একজন বিচারক এবং বর্তমানে ওএসডি (OSD) হয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন। হাইকোর্টে মামলা করতে এসে ভুক্তভোগী বিচারক জানান, বিয়ের মাত্র সাত দিনের মাথায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়।

আইনজীবী ও মদিনার বক্তব্য:

মদিনার স্বীকারোক্তি: অভিযোগ অস্বীকার করলেও মদিনা মনসুর বিচারককে বিয়ে করার কথা স্বীকার করেছেন। তবে বিষয়টি বিচারাধীন হওয়ায় তিনি এই মুহূর্তে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

প্রমাণের ভিত্তি: বিচারকের আইনজীবী জানান, তাদের কাছে মদিনা মনসুরের বিভিন্ন কাবিননামা, মামলার মাধ্যমে আপোষ হওয়ার সার্টিফাইড কপি এবং প্রতারণার নানা প্রমাণ রয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে মদিনার সর্বোচ্চ সাত বছর (৪৯৫ ধারা) এবং তিন বছরের (৪১৭ ধারা) সাজা হতে পারে।

সাবেক আইনজীবীর মন্তব্য: মদিনার একজন সাবেক আইনজীবী মামলা ছেড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার মক্কেল আইনকে ব্যবহার করে অর্থ আদায়ের একটি প্রক্রিয়া পরিচালনা করছেন, যা তার ব্যক্তিগত নীতিবোধের পরিপন্থী।

ওএসডিতে থাকা বিচারক এই ঘটনায় হাইকোর্টে রিট করবেন বলে তার আইনজীবী জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়