বাড়ির নিরাপত্তা বা প্রিয়জনদের দেখভাল করার জন্য আজকাল সিসি ক্যামেরা অপরিহার্য হয়ে উঠেছে। অনেকে সাধ্যের অভাবে বা উন্নত প্রযুক্তির ক্যামেরার উচ্চমূল্যের কারণে এই সুবিধা নিতে পারেন না।
বিশেষত যখন স্ত্রী-সন্তান, বয়স্ক বাবা-মা, বা গৃহকর্মীর কাছে থাকা সন্তানকে রেখে দীর্ঘ সময়ের জন্য বাইরে যেতে হয়, তখন উদ্বেগ বাড়া স্বাভাবিক। তবে প্রযুক্তি এখন আপনাকে এই সমস্যার সহজ সমাধান দিচ্ছে।
আপনার ঘরে পড়ে থাকা পুরোনো স্মার্টফোনটিকেই আপনি একটি কার্যকরী সিসিটিভি ক্যামেরায় রূপান্তরিত করতে পারেন, যা সম্পূর্ণ বিনামূল্যে। স্মার্টফোন যত পুরোনোই হোক না কেন, সাধারণত তার ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগ ঠিকই থাকে, আর এই দুই সুবিধা ব্যবহার করেই কাজটি করা সম্ভব।
বর্তমানে বাজারে এমন অনেক ফ্রি মোবাইল অ্যাপ্লিকেশন পাওয়া যায় যা আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই কাজ করে।
এই প্রক্রিয়া শুরু করার জন্য প্রথমে আপনার নতুন ফোনে একটি সিকিউরিটি ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে লগইন করতে হবে এবং একই অ্যাপ পুরোনো ফোনটিতে ইনস্টল করে ক্যামেরা ভিউ চালু করতে হবে। কয়েক মুহূর্তের মধ্যেই আপনি আপনার নতুন ফোনে পুরোনো ফোনের লাইভ ফিড দেখতে শুরু করবেন।
এরপর নজরদারির জন্য নির্ধারিত কক্ষ বা এলাকায় পুরোনো ফোনটি স্থিরভাবে রেখে দিন, সম্ভব হলে চার্জিংয়ে সংযুক্ত রাখুন। এরপর নতুন ফোনে মোশন ডিটেকশন (নড়াচড়া শনাক্তকরণ) ফিচারটি সেটআপ করে দিন; ফলে রুমে কোনো অস্বাভাবিক নড়াচড়া ঘটলেই আপনার ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসবে।
রিয়েল-টাইম মনিটরিংয়ের পাশাপাশি এই অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও রেকর্ডও করা যায়, যা ভবিষ্যতের প্রয়োজনে কাজে লাগতে পারে।
শুধু মোবাইল ফোন নয়, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আপনার কম্পিউটারকেও মনিটর হিসেবে ব্যবহার করার সুযোগ দেয়, ফলে অফিস বা বাইরে থেকেও খুব সহজে আপনার বাড়ির পরিস্থিতি নজরে রাখা যায়, যা আপনার মানসিক শান্তিকে নিশ্চিত করবে।
সূত্র: আরটিভি