শিরোনাম
◈ সাত দিন পি‌ছি‌য়ে যাচ্ছে বিপিএল  ◈ প্রথমবার বিশ্বকাপ জিত‌লো পর্তুগাল ◈ আগামী বছর রোনাল‌দো-জর্জিনার বি‌য়ে! বাড়ির কাছে ৫০০ বছরের পুরনো চার্চেই বিবাহ আসর ◈ বাংলাদেশে একটি আইএমইআই-এর বিপরীতে ১০ লাখ মোবাইল, বৈধতা নেই ১৯ লাখ আইফোনের! ◈ রাজধানীর বাজারে কমেছে চালসহ তিন পণ্যের দাম, অস্বস্তি বাড়াচ্ছে সবজি ◈ সমালোচনামূলক কনটেন্ট সরাতে ছয় মাসে গুগলের কাছে অন্তর্বর্তী সরকারের ২৭৯ অনুরোধ ◈ খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ দেড় দশকের গোপন ঋণ উদঘাটন: কেন হঠাৎ আকাশছোঁয়া খেলাপি? ◈ সাত দিনে সাত ভূমিকম্প: কাঁপছে দেশ, ভূগর্ভে কী সংকেত দিচ্ছে প্লেটগুলো? ◈ ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন’ (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই ব্যবহার করে শিশুদের নগ্ন ছবি তৈরি, তিনটি ওয়েবসাইট বন্ধ করলো অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিশুদের যৌন নিপীড়নমূলক নগ্ন ছবি তৈরির সঙ্গে জড়িত তিনটি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, দেশটির ই-সেফটি কমিশনার এই তথ্য নিশ্চিত করেছেন।

২৭ নভেম্বর বৃহস্পতিবার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্র্যান্ট জানান, আনুষ্ঠানিক সতর্কবার্তার পর এসব প্ল্যাটফর্ম অস্ট্রেলিয়ায় তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে।

কমিশনারের অফিসের তথ্য অনুযায়ী, প্রতি মাসে প্রায় এক লাখ অস্ট্রেলিয়ান নাগরিক এসব সাইট ব্যবহার করছিল। এসব প্ল্যাটফর্ম স্কুলছাত্রদের ছবি ব্যবহার করে এআই-এর মাধ্যমে যৌন নিপীড়নমূলক নগ্ন ছবি তৈরি করার ঘটনায় যুক্ত ছিল।

জুলি ইনম্যান গ্র্যান্ট বলেন, এসব ‘ন্যুডিফাই’ সেবা বাস্তব ব্যক্তির ছবি এআই-এর মাধ্যমে নগ্ন দেখানোর সুযোগ দেয়, যা অস্ট্রেলিয়ার স্কুলগুলিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আরও উল্লেখ করেন, এসব সাইট প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে বিপজ্জনক ফিচার যেমন ‘যে-কোনো মেয়েকে উলঙ্গ করা’, ‘স্কুলগার্ল ইমেজ জেনারেশন’ এবং ‘সেক্স মোড’ প্রচার করছিল।

গত সেপ্টেম্বর যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানিকে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেয়া হয়। সতর্কবার্তায় জানানো হয় যে, শিশুদের যৌন শোষণমূলক ছবি তৈরির ঝুঁকি বন্ধে ব্যবস্থা না নিলে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের জরিমানা হতে পারে।

গ্র্যান্ট আরও জানান, এআই মডেল হোস্টিং প্ল্যাটফর্ম হাগিং ফেসও অস্ট্রেলিয়ার আইন মেনে চলার জন্য পদক্ষেপ নিয়েছে। তারা তাদের সেবার শর্তাবলী পরিবর্তন করে ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম অপব্যবহারের ঝুঁকি কমাতে বাধ্য করেছে।

অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই শিশুদের অনলাইন সুরক্ষা কঠোরভাবে নিশ্চিত করছে। দেশটি ইতিমধ্যে ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিকমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে এবং স্টকিং বা ডিপফেক তৈরিতে ব্যবহৃত অ্যাপগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়