শিরোনাম
◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৫ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনমতো ছবি তৈরি করতে চাইলে জানুন জেমিনি এআই-এর ৪টি গোপন কৌশল

বহুবার চেষ্টার পরও অনেকেই Gemini AI ব্যবহার করে মনমতো ছবি তৈরি করতে পারছেন না। এদিকে ব্যবহারকারীরা বুঝে উঠতে পারছেন না যে সমস্যাটা কোথায়। এক পর্যায়ে বিরক্ত হয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু হাল না ছেড়ে আগে বুঝতে হবে কীভাবে নির্দেশ দিলে সহজেই সঠিকটা বুঝতে পারবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স। চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে নির্দেশ দিলে মুহূর্তেই মিলবে মনে মতো ছবি।

১. স্পষ্টভাবে নির্দেশ দিতে হবে আপনি কী চাইছেন। কেমন পোশাক, মুখভঙ্গির মতো সব বিষয় উল্লেখ করে দিতে হবে। ধরুন চাইছেন, বৃষ্টির মাঝে রেনকোট পরা ছবি। সেটাই ইংরাজিতে প্রম্পট করুন। লিখুন, ‘বৃষ্টির মাঝে রেনকোট পরে দাঁড়িয়ে একটি মেয়ে।’

২. আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কেমন চাইছেন তাও স্পষ্ট করে বলতে হবে Gemini AI-কে। ধরুন দিনের আলোয় প্রকৃতির মাঝে, নদীতে নৌকোয় বসা ছবি চাইছেন, তাহলে শুধু ‘আউটডোর’ লিখে সেরে ফেললেই হবে না। বিস্তারিত লিখুন, “ভোরবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশে নদীতে নৌকোয়।”

৩. ছবির মুড, আর্টিস্টিক স্টাইল, আর্ট মুভমেন্ট, সবটাই উল্লেখ করে দিতে হবে।

৪. একেবারে মনমতো ছবি পেতে লেন্স, লাইটের সেটাপ, রেজলিউশন উল্লেখ করুন। ধরুন লিখলেন, “Nikon Z9, 35mm f/1.8 lens-এর ছবি। 8K রেজলিউশন।”

মাথায় রাখবেন আপনার নির্দেশ যতটা স্পষ্ট হবে, ছবিও ততটাই মনের মতো হবে। ধরুন লিখলেন, ‘Man in a Forest’, তাতেও আপনি জঙ্গলের মাঝে ব্যক্তির ছবি পাবেন। কিন্তু সেখানেই কেমন জঙ্গল, ঠিক কতটা আলো, ক্যামেরা অ্যাঙ্গেল-সহ যাবতীয় খুঁটিনাটি উল্লেখ করেন, তাহলেই ছবি হবে আকর্ষণীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়