শিরোনাম
◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবন অর্ধেকেই থেমে গেল

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের নতুন তিনতলা ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে থমকে আছে। প্রায় তিন বছর আগে কাজ শুরু হলেও এখনো অর্ধেকের বেশি শেষ হয়নি। ছয় মাস আগে ছাদ পর্যন্ত কাজ করে কার্যক্রম স্থগিত করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে রড, ইট ও বালুর মতো মূল্যবান উপকরণ অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনের নিচতলায় চলছে দফতরের কার্যক্রম। আর নতুন ভবনের সামনে ফেলে রাখা নির্মাণসামগ্রীর ওপর ধুলো-বালি ও ছ্যাওলা জমে গেছে, যেন বহুদিনের পরিত্যক্ত স্থাপনা।

জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ভবনটির কাজ শুরু হয় ২০২২ সালের নভেম্বরে। কাজের দায়িত্ব পায় মেসার্স বার্ডস কনস্ট্রাকশন। চুক্তি অনুযায়ী, এক বছরের মধ্যে ভবন হস্তান্তরের কথা ছিল। কিন্তু শুরুতেই স্থানীয় সহ-ঠিকাদারদের কাছ থেকে সামগ্রী নিয়ে আংশিক কাজ করে প্রতিষ্ঠানটি আবার বন্ধ করে দেয়। একাধিকবার সময় বাড়ানো হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কাজ এগোয়নি।

প্রকল্প সূত্র জানায়, প্রভাব খাটিয়ে বার্ডস কনস্ট্রাকশন বিভিন্ন জেলায় ভবন নির্মাণের অনুমোদন নিয়েছিল। কিন্তু একটিও কাজ সময়মতো শেষ করতে পারেনি। নির্মাণসামগ্রীর দাম বাড়ার অজুহাত দেখিয়ে বারবার কাজ স্থগিত করেছে তারা।

স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, উপকরণে অনিয়ম হয়েছে। দরপত্র-সংক্রান্ত নথি চাইলে প্রকৌশল বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান তা দেখাতে রাজি হয়নি।

কেন্দ্রের অফিস সহকারী মো. আজহার আলী বলেন, ‘২০২২ সালে কাজ শুরু হওয়ার পর থেকে কতবার বন্ধ হয়েছে, তার হিসাব নেই। এখন ভবনের ভেতর নেশাখোরদের আড্ডা বসে।’

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আদনান ইসলাম জানান, ‘এক বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি। বিভিন্ন অংশে ছ্যাওলা পড়ছে। রাত হলে মাদকসেবীরা ভিড় করে, এতে নিরাপত্তা হুমকির মুখে পড়ছি।’

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘তিন বছরেও ভবনের কাজ শেষ হয়নি। আমরা বাধ্য হয়ে পুরোনো ভবনে ঝুঁকি নিয়ে কাজ করছি।’

এলডিডিপি প্রকল্পের পরিচালক ডা. জসিমউদ্দীন বলেন, ‘প্রতিষ্ঠানটি মানসম্মত না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরাও বিব্রত। দ্রুত কাজ শুরু করাতে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে বার্ডস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আবুল কাসেম সীমান্ত বলেন, ‘এই কাজ নিয়ে অনেক ক্ষতি হয়েছে। সরকার ফান্ড না দেওয়ায় রাগ করে কাজ বন্ধ রেখেছি। টাকা পেলে আবার শুরু করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়