শিরোনাম
◈ গালাতাসারাইকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ আটে ম‍্যানচেস্টার সিটি ◈ শেরপুরের সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ বাংলাদেশ নারী দলের ক্যাম্পে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী  ◈ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ ◈ ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি ◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও)

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনমতো ছবি তৈরি করতে চাইলে জানুন জেমিনি এআই-এর ৪টি গোপন কৌশল

বহুবার চেষ্টার পরও অনেকেই Gemini AI ব্যবহার করে মনমতো ছবি তৈরি করতে পারছেন না। এদিকে ব্যবহারকারীরা বুঝে উঠতে পারছেন না যে সমস্যাটা কোথায়। এক পর্যায়ে বিরক্ত হয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু হাল না ছেড়ে আগে বুঝতে হবে কীভাবে নির্দেশ দিলে সহজেই সঠিকটা বুঝতে পারবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স। চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে নির্দেশ দিলে মুহূর্তেই মিলবে মনে মতো ছবি।

১. স্পষ্টভাবে নির্দেশ দিতে হবে আপনি কী চাইছেন। কেমন পোশাক, মুখভঙ্গির মতো সব বিষয় উল্লেখ করে দিতে হবে। ধরুন চাইছেন, বৃষ্টির মাঝে রেনকোট পরা ছবি। সেটাই ইংরাজিতে প্রম্পট করুন। লিখুন, ‘বৃষ্টির মাঝে রেনকোট পরে দাঁড়িয়ে একটি মেয়ে।’

২. আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কেমন চাইছেন তাও স্পষ্ট করে বলতে হবে Gemini AI-কে। ধরুন দিনের আলোয় প্রকৃতির মাঝে, নদীতে নৌকোয় বসা ছবি চাইছেন, তাহলে শুধু ‘আউটডোর’ লিখে সেরে ফেললেই হবে না। বিস্তারিত লিখুন, “ভোরবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশে নদীতে নৌকোয়।”

৩. ছবির মুড, আর্টিস্টিক স্টাইল, আর্ট মুভমেন্ট, সবটাই উল্লেখ করে দিতে হবে।

৪. একেবারে মনমতো ছবি পেতে লেন্স, লাইটের সেটাপ, রেজলিউশন উল্লেখ করুন। ধরুন লিখলেন, “Nikon Z9, 35mm f/1.8 lens-এর ছবি। 8K রেজলিউশন।”

মাথায় রাখবেন আপনার নির্দেশ যতটা স্পষ্ট হবে, ছবিও ততটাই মনের মতো হবে। ধরুন লিখলেন, ‘Man in a Forest’, তাতেও আপনি জঙ্গলের মাঝে ব্যক্তির ছবি পাবেন। কিন্তু সেখানেই কেমন জঙ্গল, ঠিক কতটা আলো, ক্যামেরা অ্যাঙ্গেল-সহ যাবতীয় খুঁটিনাটি উল্লেখ করেন, তাহলেই ছবি হবে আকর্ষণীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়