এম খান: [২] দু’দশক আগে মাটি খুঁড়ে এক ধরনের বোতলের সন্ধান পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদেরা।
[৩] আনন্দবাজার জানায়, ২০০১ সালেই ইরানের জিরোফত এলাকা থেকে একটি বোতলের ভিতরে লিপস্টিকের সন্ধান পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদেরা।
[৪] রেডিয়ো কার্বন পদ্ধতিতে বয়স নির্ধারণ করে তাঁরা জানতে পারেন বিশ্বের সবচেয়ে পুরনো লিপস্টিক এটি। ৩৭০০ বছর পুরনো এই লিপস্টিকটি ১৬৮৭ খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল বলে ‘জার্নাল সায়েন্টিফিক রিপোর্টস’- এ প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে।
[৫] প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন, এই লিপস্টিক মূলত হেমাটাইট নামের খনিজ দিয়ে তৈরি।
আইকে/এনএইচ
আপনার মতামত লিখুন :