শিরোনাম
◈ জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির ৬১ কর্মকর্তার বদলি ◈ জাকসু নির্বাচন বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ◈ বরিশালে ছাত্রদল শিবির সংঘর্ষ আহত ২৫ ◈ হংকংয়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের ◈ আসন্ন বিশ্বকাপের ম্যাচ অফিশিয়াল সবাই নারী, আছেন বাংলাদেশের জেসিও ◈ আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে: প্রধান উপদেষ্টা ◈ পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত সরকারের ◈ এবার বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স, গ্রেফতার ৪ শতাধিক ◈ সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না: সালাহউদ্দিন ◈ যুদ্ধের প্রস্তুতি, নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিল কাতার! (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৪, ০২:২৩ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৪, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের দশম আসরের পর্দা উঠছে আজ

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে কনকনে শীতের মধ্যে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) দশম আসর।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের।

দুপুর আড়াইটায় খেলা শুরু হবে। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

প্রায় একই সময়ে সারাবিশ্বে ছয়টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলবে। সে কারণে বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটাররা থাকবেন আসা-যাওয়ার মাঝে। এবারের বিপিএলে প্রায় সব দলই নতুন করে অধিনায়ক বেছে নিয়েছে। যেখানে আধিক্য দেখা যায় তরুণদের।

নতুন করে এবারের আসরে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। গতবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেওয়া শুভাগত হোমকে এবারও রেখে দেওয়া হয়েছে। এদিকে অধিনায়কত্ব নিয়ে সাকিব আল হাসানের অনিচ্ছার কারণে রংপুর রাইডার্স বেছে নিয়েছে নুরুল হাসান সোহানকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে নতুন মুখ লিটন দাস। ইমরুল কায়েসকে সরিয়ে নতুন করে দায়িত্ব পেয়েছেন এই ওপেনার। খুলনা টাইগার্সের দায়িত্বেও নতুন মুখ, এনামুল হক বিজয়কে অধিনায়ক করেছে তারা।

এদিকে ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালকে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি আছেন মাশরাফি বিন মুর্তজা। সবমিলিয়ে এবারের বিপিএলে তিনটি দল চট্টগ্রাম, রংপুর এবং সিলেট পুরোনো অধিনায়কদের ধরে রেখেছে।

এর আগে ২৪ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট থেকে চূড়ান্ত দল সাজায় বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজি। দেড়মাস ব্যাপী এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়