শিরোনাম
◈ কারো নির্দেশনা বা প্ররোচনায় পা দিবেন না: ইনকিলাব মঞ্চ ◈ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন ◈ কল‌ম্বিয়ায় ফুটবল ম্যাচে ভয়াবহ সহিংসতা, আহত ৫৯ ◈ সন্ত্রাসীর গু‌লি‌তে নিহত ওসমান হাদির জন‌্য বিসিবি-বাফুফের শোক ◈ সিসিইউতে বেগম জিয়া: বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে, জানালেন ডা. জাহিদ ◈ দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ, যে নির্দেশনা দিলো ইনকিলাব মঞ্চ ◈ সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের, দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা ◈ ছায়ানট ভবনে তাণ্ডব: কার্যক্রম বন্ধ ঘোষণা (ভিডিও) ◈ প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ ◈ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রা‌তে হংকং‌য়ের বিরু‌দ্ধে ম‌্যাচ দি‌য়ে বাংলা‌দে‌শের এশিয়া কাপ শুরু 

নিজস্ব প্রতি‌বেদক : এ‌শিয়া কা‌পে তিন তিনবার ফাইনা‌লে খে‌লে‌ছে বাংলা‌দেশ। কিন্তু কো‌নোবারই শি‌রোপা স্পর্শ করা হয়‌নি। তাই এবার এশিয়া কাপ জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। 

এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে টাইগারদের প্রথম প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ সময় আবুধাবিতে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে টাইগাররা। সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন কুমার দাসের দল। তাতেই টাইগারদের এশিয়া কাপ জয়ের স্বপ্নের পালে লেগেছে হাওয়া।

তবে কাজটা বাংলাদেশের জন্য সহজ হবে না। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আছে লিটনরা। যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার ফোরে। তাই শেষ চারে যেতে হলে দারুণ কিছু করতে হবে টাইগারদের।

সেই লক্ষ্যে টাইগারদের প্রথম বাধা হংকং। বিশ্ব ক্রিকেটে হংকং ছোট নাম। তবে তাদের বিপক্ষে অতীত ইতিহাস বলছে না বাংলাদেশের হয়ে কথা। দুই দলের একবারের দেখায় হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা। 

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছিল হংকং। এরপর আর ২০ ওভারের ফরম্যাটে কখনো মুখোমুখি হয়নি দুই দল। এগারো বছর পর আবারও বাংলাদেশকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ২০১৪ সালে হংকং দলে থাকা অলরাউন্ডার নিজাকাত খান।

তবে হংকংয়ের জন্য কাজটা সহজ হবে না। বিশ্ব ক্রিকেটে বড় নাম না হলেও এশিয়ায় বাংলাদেশ দারুণ দল। সেই সাথে যোগ হয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স। সব মিলিয়ে বাংলাদেশকে হারাতে হলে হংকংকে করতে হবে অবিশ্বাস্য কিছু। 

সাম্প্রতিক পারফরম্যান্স হংকংয়ের হয়ে কথা বলছে না। সবশেষ ৫ টি-টোয়েন্টিতে দুটিতে জিততে পেরেছে তারা। সেটাও আবার দূর্বল সামোয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে। অন্যদিকে সবশেষ ৫ ম্যাচে ৩টিতে জিতেছে বাংলাদেশ, ১ হারের পাশাপাশি ১টি হয়েছে পরিত্যক্ত।

এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে নিজেদের দিনে যেকোনো দল যেকাউকে হারিয়ে দিতে পারে। তাই আগে থেকেই প্রেডিকশন করা কঠিন। এখন দেখার পালা, হংকংকে হারিয়ে প্রতিশোধ নিতে পারে কিনা বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়